ভোররাতে বিমানবন্দরে নীল-তৃণা, কোথায় গন্তব্য তাদের ? জেনে নিন

জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী (Neel-Trina) নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)। টেলিভিশন ধারাবাহিক ছাড়াও চলচ্চিত্রেও দেখা যায় তাদের সমাজমাধ্যমেও তাদের রয়েছে লক্ষ্য লক্ষ্য ফলোয়ার।…

ভোররাতে বিমানবন্দরে নীল-তৃণা, কোথায় গন্তব্য তাদের ? জেনে নিন

জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী (Neel-Trina) নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)। টেলিভিশন ধারাবাহিক ছাড়াও চলচ্চিত্রেও দেখা যায় তাদের সমাজমাধ্যমেও তাদের রয়েছে লক্ষ্য লক্ষ্য ফলোয়ার। সারা বছর তাদের থাকে নানা রকম ব্যস্ততা। এবার অবসর মিলতেই বেরিয়ে পড়লেন তারা।

বুধবার (Wednesday) ভোররাতে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) দেখা গেল জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহাকে (Trina Saha)। শোনা যায়, লাদাখের উদ্দেশ্যে রওনা দিলেন তারা। এদিন তৃণার পরনে ছিল গোলাপি লম্বা হাতওয়ালা টপ এবং জিনসের প্যান্ট। তার হাতে ছিল কালো জ্যাকেট। নীল পড়েছিলেন সাদা লম্বা হাতওয়ালা টপ। ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন নীল এবং তৃণা। তাঁদের সহকর্মীদের জন্য একটি বিশাল রিসেপশন পার্টিরও আয়োজন করেছিলেন তারা।

সম্প্রতি মুক্তি পেয়েছে দেবালয় ভট্টাচার্য্য পরিচালিত ‘বোকাবাক্সতে বন্দি ‘ (Bokabakshote Bondi) নামক ওয়েব সিরিজ। এই সিরিজ দিয়েই ওয়েব সিরিজের জগতে আত্মপ্রকাশ করেছেন অভিনেতা নীল ভট্টাচার্য। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। এছাড়া তার হাতে রয়েছে আরেকটি ওয়েব সিরিজ ‘মিল্কশেক মার্ডার্স’ (Milkshake Murders)। রিঙ্গো বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ওয়েব সিরিজে রয়েছেন তৃণাও। সঙ্গে আছেন সৌরভ দাস। মুক্তির অপেক্ষায় রয়েছে এই সিরিজ। এছাড়াও ‘বাংলা মিডিয়াম’, ‘কৃষ্ণকলী’র মতি ধারাবাহিক দিয়ে পরিচিতি পেয়েছেন নীল।

Advertisements

মধ্যরাতে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে জন্মদিন পালন এই অভিনেত্রীর, দেখুন ছবিতে

অন্যদিকে ‘খোকাবাবু’ ধারাবিহাকের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন তৃণা সাহা। ‘খড়কুটো’ ধারবাহিক দিয়ে বিপুল জনপ্রিয়তা পান তিনি। ‘ডিটেক্টিভ’ চলচ্চিত্র দিয়ে ওটিটি দুনিয়ায় আত্মপ্রকাশ করেন তিনি। এছাড়া ‘পাসওয়ার্ড’, ‘শ্রীমতি’, ‘ইস্কাবনের বিবি’র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সৃজিত মুখার্জি পরিচালিত ‘লহ গরাঙ্গের নাম রে’ তে অভিনয় করেছেন তৃণা । মুক্তির অপেক্ষায় রয়েছে এই ছবি।