ছেলের সঙ্গে নাতাশার আবেগঘন পোস্ট, কীসের ইঙ্গিত দিলেন হার্দিক পত্নী ?

ছেলের জন্মদিনে আবেঘগন বার্তা দিলেন হার্দিক পান্ডিয়ার স্ত্রী (Natasa Stankovic)। সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নাতাশা। শুধু তাই নয়, ছেলের জন্য লিখেছেন মর্মস্পর্শী পোস্ট। সম্প্রতি…

hardik natasha

ছেলের জন্মদিনে আবেঘগন বার্তা দিলেন হার্দিক পান্ডিয়ার স্ত্রী (Natasa Stankovic)। সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নাতাশা। শুধু তাই নয়, ছেলের জন্য লিখেছেন মর্মস্পর্শী পোস্ট। সম্প্রতি হার্দিক পান্ডিয়া এবং নাতাশার বিবাহবিচ্ছেদের খবর সামনে এনেছিলেন স্ত্রী নাতাশা। তখনই তিনি তাঁদের ছেলের ভবিষ্যৎ নিয়েও বার্তা দিয়েছিলেন।

সংসদে ‘জয়া অমিতাভ বচ্চন’ বলে ডাকতেই রেগে গেলেন জয়া, বললেন…

   

ভারত থেকে অনেক দূরে সার্বিয়ায় ছেলে অগস্ত্যের জন্মদিন পালন করছেন নাতাশা স্ট্যানকোভিচ।ছেলের জন্মদিনে সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি ও ছোট ভিডিয়ো ভাগ করে বার্তা দিয়েছেন মডেল-নৃত্যশিল্পী নাতাশা। মঙ্গলবার রাতে ছেলের সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। কোনও ছবিতে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে চিড়িয়াখানায় অগস্ত্য, আবার কোনওটিতে মায়ের হাতের মধ্যে মুঠো করে নিজের হাত রেখেছে সে। আবার একটি ছবিতে দেখা যাচ্ছে, গাড়িতে কোথাও যেতে যেতে একরত্তি ঘুমিয়ে পড়েছে মায়ের কাঁধে। একটি ছোট ভিডিয়োয় অগস্ত্যকে দেখা যাচ্ছে, মায়ের কাঁধে চড়ে ঘুরে বেড়াচ্ছে সে।

Advertisements

বড় পুরস্কারে পুরস্কৃত সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’

তাঁর কথায়, ‘আমার বুবা, তুমি আমার জীবনে এনেছ শান্তি, ভালবাসা আর আনন্দ। আমার সোনা ছেলে, তুমি আমার জীবনে আশীর্বাদ, কী মিষ্টি এবং কী স্নেহশীল… সব সময় এ রকমই থেকো তুমি। এই পৃথিবীকে তোমার নরম মনটা বদলে দিতে দেব না আমি। সব সময় থাকব তোমার পাশে, তোমার হাত ধরে, তোমাকে খুব ভালবাসি।’অন্যদিকে এই মুহূর্তে শ্রীলঙ্কায় আছেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় টি-২০ দলের প্রতিনিধিত্ব করছেন তিনি। তিনিও ছেলের জন্মদিন উপলক্ষ্যে পোস্ট করেছেন , ‘তুমি আমার প্রতি দিনের চালিকাশক্তি।’