বড়দিনে মুক্তি পাচ্ছে নন্দিতা-শিবপ্রসাদের ‘আমার বস’, মুখ্য ভূমিকায় রাখি গুলজার

নন্দিতা রায় (Nandita Roy) এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibaprasad Mukherjee) পরিচালক হিসেবে আকর্ষক কাহিনী তুলে ধরার জন্য খ্যাতি অর্জন করেছেন। তাঁদের পরিচালিত এবং রাখি গুলজার (Rakhi…

নন্দিতা রায় (Nandita Roy) এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibaprasad Mukherjee) পরিচালক হিসেবে আকর্ষক কাহিনী তুলে ধরার জন্য খ্যাতি অর্জন করেছেন। তাঁদের পরিচালিত এবং রাখি গুলজার (Rakhi Gulzar) অভিনীত চলচ্চিত্র ‘আমার বস’ (Amar Boss) প্রথমে জুন মাসে মুক্তির কথা থালেও, অজানা কারণে পিছিয়ে যায় ছবির মুক্তি। একটি প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, এই বছরই বড়দিনে মুক্তি পেতে পারে এই ছবি। ‘আমার বস’ এর আগে দুর্গা পুজোর মুক্তি পাবে তাঁদের আরেক ছবি ‘বহুরূপী’ (Bohurupi)।

এই পরিচালক জুটির ছবিতে থাকে বিষয়ভিত্তিক গভীরতা, এতদিন ধরে বলে আসা গল্পের সীমানা থেকে বেরিয়ে নানান বৈচিত্রের স্বাদ দেয়। এই সঙ্গেই থাকে একটি বড় কলাকুশলীর তালিকা যারা তাঁদের বলিষ্ঠ অভিনয় দিয়ে চবিহালীকে অন্য উচ্চতায় নিয়ে যায়। এই ঐতিজ্য কে ধরে রাখবে তাঁদের ছবি ‘আমার বস’। এই ছবি দিয়েই বহু দিন পর বাংলা চলচ্চিত্র জগতে ফিরতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা রাখি গুলজার (Rakhi Gulzar)। এই ছবির মুক্তিতে বিলম্ব হলেও, রাখিকে বাংলা সিনেমায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনে প্রেমীরা।

   

জানুয়ারী মাসের ১৭ তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারী মাস পর্যন্ত চলেছিল ছবির শুটিং। ছবির শুটিংয়ে যোগ দিতে কলকাতায় পৌঁছন রাখি (Rakhi Gulzar)। পরিচালক জুটির সঙ্গে কাজ করার ব্যাপারে তিনি বলেন, ” আমি ওনাদের চলচ্চিত্রগুলি দেখেছি এবং সেগুলি আমার ভাল লেগেছে। যখন তারা এই স্ক্রিপ্টটি নিয়ে আমার কাছে এসেছিল, আমার স্ক্রিপ্টটি পড়ে খুবই ভালো লেগেছিল। ওনাদের গল্প বলার ধরণে আমি একটা নতুন দৃষ্টিভঙ্গি দেখেছি। ওনাদের সাথে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। এইরম কাজ আমাকে নতুন কিছু করার অনুপ্রেরণা দেয়। “

বিয়ের পর কোথায় ঘুরতে গেলেন সোনাক্ষী ও জাহির? দেখেন নিন ছবি

তাদের যৌথ বিবৃতিতে, পরিচালক নন্দিতা রায় (Nandita Roy) এবং শিবপ্রসাদ মুখার্জি (Shibaprasad Mukherjee) ‘আমার বস’-এ রাখি গুলজারের (Rakhi Gulzar) সঙ্গে কাজ করার পর বলেছেন, ” রাখিদি যেভাবে এই পেশার প্রতি যতটা নিবেদিত, সেটা দেখলে আমরাও অনুপ্রেরণা পাই। উনিই এই ছবির প্রাণকেন্দ্র । এই ছবির শুটিং শেষ করা কেবল একটি চলচ্চিত্রের সমাপ্তি নয়, এটি একটি রূপান্তরমূলক যাত্রার ও সমাপ্তি। “

দুই দশকের বিরতির পর বাংলা চলচ্চিত্রে প্রত্যাবর্তন করছেন রাখি। বাংলায় তার শেষ ছবি ছিল ২০০৩ সালে মুক্তি পাওয়া ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘শুভ মহুরত’ । তাঁকে গৌতম হালদারের ‘নির্বাণ’-এও দেখা গিয়েছিল, যেটি ২০১৯ সালে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল। অনুরাগীরা রাখিকে প্রায় দুই দশক বাংলা ছবিতে পুনরায় দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন।