তনুশ্রীর পুরোনো অভিযোগ উড়িয়ে নির্বিকার নানা পাটেকার, কী বললেন তিনি জেনে নিন

২০১৮ সালে ভারতে ‘মি টু’ (Me Too) আন্দোলন শুরু হয় অভিনেত্রী তনুশ্রী দত্তের (Tanusree Dutta) হাত ধরে। একটি ছবির শুটিংয়ের সময়, অভিনেতা নানা নানা পাটেকার…

tanusree dutta

২০১৮ সালে ভারতে ‘মি টু’ (Me Too) আন্দোলন শুরু হয় অভিনেত্রী তনুশ্রী দত্তের (Tanusree Dutta) হাত ধরে। একটি ছবির শুটিংয়ের সময়, অভিনেতা নানা নানা পাটেকার (Nana Patekar) সহ অনেকের বিরুদ্ধে তার সঙ্গে অশালীন আচরণ অভিযোগ করেন অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন নানা।

২০১৮ সালে অভিনেতা নানা পাটেকর (Nana Patekar), কোরিওগ্রাফার গণেশ আচার্যের (Ganesh Acharya) বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অভিনেত্রী(Tanusree Dutta)। তার অভিযোগ ছিল ২০০৮ সালে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘হর্ন ওকে প্লিজ’ (Horn OK Please) ছবির একটি গান শুটিংয়ের সময় তার সঙ্গে অশালীন আচরণ করেন নানা পাটেকার। তিনি জানিয়েছিলেন যে নানা পাটেকরের নির্দেশে একটি রাজনৈতিক দলের গুণ্ডারা তাঁর গাড়ি ভাঙচুর করে। তিনি আরও যোগ করেন যে পুরো বিষয়টি জেনেও চুপ করে ছিলেন অক্ষয় কুমার এবং রজনীকান্তের মতো অভিনেতারা। তনুশ্রীর অভিযোগের ভিত্তিতে নানা পাটেকারের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তবে প্রমানের অভাবে স্থগিত হয়ে যায় মামলা।

   

‘আশিক বানায়া আপ্নে’, ‘ভাগাম ভাগ’ এবং ‘ঢোল’ এর জন্য পরিচত অভিনেত্রী তনুশ্রী দত্ত ক্ষোভ উগরে দিয়েছিলেন মিডিয়ার বিরুদ্ধেও। তিনি অভিযোগ করেছিলেন যে সংবাদমাধ্যমকে জানিয়েও বিচার পাননি তিনি। তনুশ্রীর একটি পুরোনো সাক্ষাৎকারের পর শুরু হয় বিতর্ক।

Advertisements

সম্প্রতি এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন নানা পাটেকার। তিনি জানান যে তিনি জানতেন বিষয়টা মিথ্যে। ফলে এই বিষয় নিয়ে মাথা ঘামান না তিনি। বিষয়টি প্রথম শুনে তার রোগ হয়নি বলেও জানিয়েছেন অভিনেতা । তাঁর কথায়, “সবই যখন মিথ্যে, তখন আমি রাগ করব কেন? তাই আমি মাথা গরম করিনি। আর এ অনেক পুরনো কথা। আর এগুলি নিয়ে কথা বলারও প্রয়োজন নেই। আমার কি বলা উচিত ছিল যে আমি এটা করিনি? আমি সত্যিটা জানি, আমি কিছুই করিনি।”