নাম বদলে ফেললেন উরফি? কি রাখলেন তাহলে!

বর্তমানে সোশ্যাল মিডিয়ার স্পটলাইটে উরফি জাভেদ। তার খোলামেলা পোশাকের জন্য তিনি সব সময় সেনসেশনে থাকেন। কিন্তু এবার উরফি ফের একবার চমক দিলেন তার ভক্তদের। সোশ্যাল…

বর্তমানে সোশ্যাল মিডিয়ার স্পটলাইটে উরফি জাভেদ। তার খোলামেলা পোশাকের জন্য তিনি সব সময় সেনসেশনে থাকেন। কিন্তু এবার উরফি ফের একবার চমক দিলেন তার ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় তিনি তার নাম বদলের কথা পোস্ট করলেন। এবার আপনার মনে হতেই পারে নিজের নাম উরফি থেকে বদলে আর কি রাখতে পারেন তিনি?

নাম বদলানোর কথা উরফি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও তিনি পুরো নামটা বদলাননি। বরং বদলেছেন নামের বানান। আরও নির্দিষ্টভাবে বদলে গেলে নিজের নামের সঙ্গে একটা অতিরিক্ত ‘O’ যোগ করেছেন। URFI-র জায়গায় এবার থেকে তাঁর নাম হল UORFI। মানে উচ্চারণ একই থাকছে।

   

সোশ্যাল মিডিয়ায় উরফি যে পোস্টটি করেছেন, তাতে তিনি উল্লেখ করেছেন এরপর থেকে কোথাও যদি তার নাম ব্যবহার করা হয়, তাহলে যেন তার নতুন নামের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়। সম্প্রতি শোনা গিয়েছিল, মিকা সিং-এর বিয়ের রিয়েলিটি শো ‘মিকা দা বোটি’-তে যোগ দেবেন উরফি। কিন্তু তিনি নিজেই তাতে না করে দেন। জানান, তিনি কোনওদিন বিয়ে নিয়ে কোনও রিয়েলিটি শো করবেন না।