‘ডেকয়েট’ ছবিতে নেই শ্রুতি হাসান, আদিবী শেশের নায়িকা কোন অভিনেত্রী?

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আদিবী শেশের (Adivi Sesh) আসন্ন অ্যাকশন ড্রামা সিনেমা ‘ডেকয়েট’ (Dacoit) নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। এবার সেই উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে…

Dacoit

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আদিবী শেশের (Adivi Sesh) আসন্ন অ্যাকশন ড্রামা সিনেমা ‘ডেকয়েট’ (Dacoit) নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। এবার সেই উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিলেন তিনি। নিজের জন্মদিনে এই ছবির প্রধান নায়িকার নাম ঘোষণা করেছেন আদিবী শেশ (Adivi Sesh) । দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল যে ‘ডেকয়েট’ সিনেমায় শ্রুতি হাসান অভিনয় করবেন। কিন্তু সেই জল্পনায় ইতি টেনে এই ছবিতে নায়িকার চরিত্রে জায়গা করে নিয়েছেন বলিউড ও দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী মৃণাল ঠাকুর (Mrunal Thakur)।

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘ডেকয়েট’(Dacoit) -এর প্রথম পোস্টার শেয়ার করে আদিবী শেশ (Adivi Sesh) নিজের চরিত্র সম্পর্কে কিছু ইঙ্গিত দেন। পোস্টারের ক্যাপশনে তিনি লেখেন, “ইয়া প্যার কিয়া মাগার ধোকা ভি দিয়া, বদলা তো লেনা হি পড়েগা।”* এই এক লাইনের সংলাপ থেকেই স্পষ্ট যে ছবির গল্প প্রতিশোধ ও আবেগের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। 

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Mrunal Thakur (@mrunalthakur)

‘ডেকয়েট’(Dacoit) ছবিটি একজন অপরাধীর গল্প বলে, যে জীবনের একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। তার প্রাক্তন বান্ধবী তাকে প্রতারণা করায় সে চরম ক্ষুব্ধ হয়ে ওঠে। সেই প্রতারণার বদলা নেওয়ার জন্য এক ভয়ংকর পরিকল্পনা তৈরি করে। গল্পের এই জটিল মোড়ে আবেগ, প্রেম এবং প্রতিশোধের তীব্র সংঘাত দেখানো হবে।

ছবিটি পরিচালনা করছেন শেনীল দেব এবং প্রযোজনা করছেন সুপ্রিয়া ইয়ারলাগড্ডা ও সুনীল নারাং। বিশেষ বিষয় হলো, হিন্দি এবং তেলেগু এই দুই ভাষাতেই ছবিটির শুটিং হচ্ছে। ছবির গল্প ও চিত্রনাট্য রচনায় পরিচালক শেনীল দেবের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন আদিবী শেশ নিজেও।

মৃণাল ঠাকুর (Mrunal Thakur)এর আগে ‘সীতা রামম’, ‘দ্য ঘোস্ট স্টোরিজ’, ‘নান্না’র মতো জনপ্রিয় সিনেমায় তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছেন। এবার ‘ডেকয়েট’(Dacoit) -এ তার চরিত্রটি সম্পূর্ণ ভিন্ন মাত্রার। ছবিটি প্রসঙ্গে আদিবী শেশ (Adivi Sesh) বলেন, “‘ডেকয়েট’ একটি দুর্দান্ত অ্যাকশন ফিল্ম। ছবির গল্পে রয়েছে তীব্র আবেগের ছোঁয়া। মৃণাল এমন একজন অভিনেত্রী, যিনি বড় পর্দায় প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তোলেন। তার অভিনয়ে সবসময় একটি বিশেষ আকর্ষণ থাকে, যা দর্শকদের মুগ্ধ করতে বাধ্য।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mrunal Thakur (@mrunalthakur)

অন্যদিকে, মৃণাল ঠাকুর (Mrunal Thakur) নিজেও ছবিটি নিয়ে বেশ আশাবাদী। তিনি জানান, “‘ডেকয়েট’ ’-এর গল্প এবং স্ক্রিপ্ট একেবারেই আলাদা। আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি, যা আমার আগে করা কাজগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। এই ছবির স্টাইল এবং গল্প দর্শকদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা বয়ে আনবে।”

উল্লেখ্য, ‘ডেকয়েট’(Dacoit) -এর শুটিং চলছে হায়দরাবাদে। শিগগিরই মহারাষ্ট্রের বিভিন্ন লোকেশনে ছবির গুরুত্বপূর্ণ অংশের শুটিং শুরু হবে। ছবির অ্যাকশন সিকোয়েন্স দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য নির্মাতারা বিশেষ পরিকল্পনা করছেন।