পর পর ভ্রমণে মৌনী, কোন কোন পোশাকে নজর কাড়লেন তিনি, দেখুন ছবি

২০২৪ সালে পর পর ভ্রমণে যাচ্ছেন অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy)। সম্প্রতি তিনি গিয়েছেন স্পেনের (Spain) রাজধানী ইবিজাতে (Ibiza)। ইবিজাতে ভর্তি সমুদ্রসৈকত। স্বাভাবিক ভাবেই ছবিতে…

mouni roy

২০২৪ সালে পর পর ভ্রমণে যাচ্ছেন অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy)। সম্প্রতি তিনি গিয়েছেন স্পেনের (Spain) রাজধানী ইবিজাতে (Ibiza)। ইবিজাতে ভর্তি সমুদ্রসৈকত। স্বাভাবিক ভাবেই ছবিতে নানান রকম বিকিনী সেটে (Bikini Set) চমকে দিয়েছেন অভিনেত্রী।

ইবিজার একটি ছবিতে একটি নিয়ন মিন্ট বিকিনী টপের (Neon Mint Bikini Top) সঙ্গে একটি সারং (Sarong) পরে সৈকতের তীরে পোজ দিয়েছেন অভিনেত্রী । এই কোরাল প্রিন্টেড বিকিনীটিকে (Coral Print Biki) দারুন মানাচ্ছে তার পরা সারংটির এর সঙ্গে, এবং এই পোশাক থেকে দীপ্তির প্রাণবন্ত পরিবেশ প্রতিফলিত হচ্ছে। অন্যবার নান রঙের পোশাক পড়লেও এবারে ফ্লোরাল প্রিন্টকেই পছন্দ করেছেন অভিনেত্রী। এই সেটের সঙ্গে তিনি পরেছিলেন বড় কালো সানগ্লাস।

ইবিজার আগে বালি (Bali) ভ্রমণে গিয়েছিলেন মৌনী। সেখানেও সমুদ্রসৈকত থেকে ছবি শেয়ার করেছিলেন তিনি । বালিতে উজ্জ্বল কোবল্ট ব্লু কাটআউট বিকিনি সেটের সঙ্গে তিনি পরেছিলেন আকাশী রঙের ক্রপ টপ। আকাশী টপের রংটি সুন্দরভাবে আকাশের নীল দিগন্তের সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছিল।

Advertisements

এবছরে ফুকেট (Phuket) ভ্রমণেও গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেও তার পছন্দ ছিল বিকিনীই। তবে সেবার প্রিন্টেড বিকিনীর জায়গায় তিনি বেঁচে নিয়েছিলেন একটি ক্রোশেট সেট।ছবিগুলি দেখে বোঝা যাচ্ছে, মৌনী যেখানেই ভ্রমণে যান না কেন, বেশিরভাগ ক্ষেত্রে তার প্রথম পছন্দ তার সংগ্রহে থাকা সবচেয়ে স্টাইলিশ বিকিনি সেট।মৌনী রায়কে শেষ দেখা গিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ১’ ছবিতে। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন এবং মুখোপাধ্যায়। তাছাড়া বেশ কিছু নাচের রিয়ালিটি শো তে বিচারক হিসেবে কাজ করেছেন তিনি।