Monami Ghosh: রবির দুপুরে বোল্ড অবতারে মনামী, ঠিকরে বেরোচ্ছে রূপের ছটা

টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই দেখা যায় নায়িকার সুন্দর এবং বোল্ড ছবি। মনামী ঘোষ বরাবরই ঘুরতে…

monami birthday

টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই দেখা যায় নায়িকার সুন্দর এবং বোল্ড ছবি। মনামী ঘোষ বরাবরই ঘুরতে যেতে ভালোবাসেন। তা পরিস্কার তাঁর প্রোফাইলের ছবিগুলো দেখলেই।

Advertisements

সম্প্রতি মনামী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি রিল ভিডিয়ো শেয়ার করেছেন। মনামীর পরনে রয়েছে বেইজ রঙের স্কিনফিন বডিকন। তার রূপের জেল্লায় বাজিমাত নেটাগরিকরা। পড়েছেন হালকা মেক আপ। চুলটাকে রেখেছেন খুলে। অপরূপ সুন্দর রূপে মনামী লাস্যময়ী। ঠিকরে বেরোচ্ছে যেন রূপের ছটা। চোখ ফেরাতে পারছেন না কেউই।

Advertisements

আসলে মনামী ঘোষ রবিবারের অলস দুপুরে একটি ক্যাফেটেরিয়াতে সময় কাটাতে কাটাতে তৈরি করে ফেলেছেন এক রিল ভিডিয়ো। ভিডিয়োটি শেয়ার করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে। শেয়ার করা মাত্রই ভাইরাল মনামীর রিল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

টলিউড অভিনেত্রী মনামী ঘোষের সোশাল মিডিয়া পোস্ট মুহূর্তেই হয়ে যায় ভাইরাল। তিনি সবসময়ই অনুরাগীদের জন্য ছবি পোস্ট করেন। এবং সেই পোস্ট নিয়ে চর্চা থামতেই চায়না কখনও। কারণ মনামীর সৌন্দর্যে যে সকলেই মুগ্ধ। এই মুহূর্তে হট সেনসেশন মনামী ঘোষ রীতিমত ভাইরাল নেটদুনিয়ায়। (Monami Viral)