Monali Thakur: স্বমহিমায় মঞ্চ কাঁপাচ্ছেন মোনালি ঠাকুর, মুহূর্তের মধ্যে ভাইরাল ছবি

ভারতীয় সঙ্গীত জগতের গায়িকাদের মধ্যে অন্যতম মোনালি ঠাকুর (Monali Thakur)। ছোট থেকে কলকাতাতেই বেড়ে ওঠা তারপর কাজে সূত্রে পাড়ি দিয়েছেন মুম্বাইয়ে।

Monali Tagore's Prideful Stage Performance Goes Viral with Stunning Picture

short-samachar

ভারতীয় সঙ্গীত জগতের গায়িকাদের মধ্যে অন্যতম মোনালি ঠাকুর (Monali Thakur)। ছোট থেকে কলকাতাতেই বেড়ে ওঠা তারপর কাজে সূত্রে পাড়ি দিয়েছেন মুম্বাইয়ে। তাঁর সঙ্গীতে দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই কারণ বাংলার পাশাপাশি হিন্দি এবং আরো একাধিক ভাষাতে সাবলীল ভাবে গান করেছেন তিনি। অন্যদিকে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা শক্তি ঠাকুরের মেয়ে তিনি। বাবা শক্তি ঠাকুর অভিনেতার পাশাপাশি ছিলেন একজন কণ্ঠশিল্পী তাই গানের সাথে যোগ ছিল সেই ছোটবেলা থেকে।

   

তবে শুধু সংগীত নয় পাশাপাশি অভিনয়ের দিকেও পিছিয়ে নেই মোনালি ঠাকুর। তাই তাঁর ভক্ত সংখ্যা নিহতি কম না বাংলা থেকে শুরু করে দেশ এমনকি বিদেশও তাঁর ভক্ত ছড়িয়ে রয়েছে অনেক। ২০০৮ সালে ‘যারা যারা টাচ মি’ গানের মাধ্যমে প্রথম সংগীত জগতে পদার্পণ করেন তিনি।অন্যদিকে ‘দম লাগাকে হাইস্যা’ সিনেমার ‘মহ মহ কে ধাগে’ আজও সকলের মন জয় করে নেই।

মোনালি ঠাকুর সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় সেটা অবশ্য তাঁর instagram হ্যান্ডেল দেখলেই বোঝা যায়। গায়িকা মাঝেমধ্যে তাঁর বিভিন্ন কনসার্টের মুহূর্ত ভাগ করে নেন ভক্তদের সাথে। আর তাতে স্বাভাবিকভাবে ভক্তদের কমেন্ট এবং লাইক থাকে চোখে পড়ার মতো।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Monali Thakur (@monalithakur03)

সম্প্রতি ঠিক সেরকমই কিছু ছবি তিনি ভাগ করে নিয়েছেন ভক্তদের সাথে, ছবিতে দেখা যাচ্ছে কালো রংয়ের ট্রাউজার এবং স্লিভলেস টপ পরে মঞ্চ কাঁপাচ্ছেন মোনালি ঠাকুর। তবে তিনি কোথায় অনুষ্ঠান করতে গিয়েছিলেন সেটা অবশ্য এখনো অধরাই থেকে গিয়েছে।