মঙ্গলবার দিনহাটা উৎসবে পারফর্ম করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর (Monali Thakur) । সেদিনের অনুষ্ঠানটি ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাবা, প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনহাটা উৎসব (Dinhata festival) । এই উৎসবে মোনালি ঠাকুরের পারফরমেন্সের জন্য বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। কিন্তু শো চলাকালীন তিনি হঠাৎই শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করেন এবং পরিস্থিতি জটিল হয়ে পড়ে।
জানা যায়, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মোনালি ঠাকুর (Monali Thakur) । ঠান্ডা লাগার কারণে তার শারীরিক অবস্থায় প্রভাব পড়েছিল এবং শো-এর চাপের কারণে বিশ্রাম নিতে পারেননি। এমনকি বিমানেও তাকে শ্বাসকষ্টের সমস্যায় পড়তে হয়। কিন্তু এইসব সমস্যা সত্ত্বেও তিনি দিনহাটা উৎসবের জন্য পারফর্ম করতে গিয়েছিলেন। তবে স্টেজে ওঠার পর অবস্থা খারাপ হয়ে গেলে তিনি শো মাঝপথে ছেড়ে দেন এবং তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রাত থেকেই গুজব ছড়িয়ে পড়ে তিনি হাসপাতালে ভর্তি।
তবে বিভ্রান্তি ছড়ানোর আগে তার দিদি মেহুলি মোনালি হাসপাতালে ভর্তি হওয়ার খবর উরিয়ে দেন। মেহুলি তার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে লেখেন, ‘মোনালি অসুস্থ, কিন্তু হাসপাতালে ভর্তি নয়। এই পোস্টটা লিখছি কারণ, অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন মোনালি হসপিটালে ভর্তি কেন? না, মোনালি হাসপাতালে ভর্তি নন। ওঁর ভাইরাল সংক্রমণ হয়েছে। নন স্টপ স্টেজ শো করছেন। দেশের বিভিন্ন প্রান্তে প্রায় দু’মাস ধরে অনুষ্ঠান করছেন। একটুও বিশ্রাম পাননি। গতকাল ছোট বিমানে করে কোচবিহার যাওয়ার সময় এয়ার প্রেসার ওঠা-নামা করায় বেশি অসুস্থ হয়ে পড়েন। এখন উনি সুস্থ আছেন। আজই মুম্বই ফিরে যাবেন।’
উল্লেখ্য, দিনহাটা উৎসবে মোনালির (Monali Thakur) পারফরমেন্সের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। তার অসুস্থ হয়ে স্টেজ ছেড়ে যাওয়ার মুহূর্তও বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার হয়। মোনালির অসুস্থতার খবরটি খুবই চিন্তা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভক্তদের কাছে।