Mimi Chakraborty: অরিন্দম শীলের জোটভরা রহস্যের মুখপাত্র হয়ে আসতে চলেছে সাংসদ মিমি 

নিজের হারিয়ে যাওয়া অতীতের খোঁজে আসতে চলেছে উর্মি। বর্তমানে অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী(Mimi Chakraborty) এর দুটি instagram পোস্টের দ্বারা জানতে পারে গিয়েছে যে, আসন্ন…

mimi chakraborty

short-samachar

নিজের হারিয়ে যাওয়া অতীতের খোঁজে আসতে চলেছে উর্মি। বর্তমানে অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী(Mimi Chakraborty) এর দুটি instagram পোস্টের দ্বারা জানতে পারে গিয়েছে যে, আসন্ন মাসের ২ তারিখে অরিন্দম শীলের পরিচালনায় আসতে চলেছে, ‘খেলা যখন’ নামক সিনেমা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিনেমাটি প্রথম টিজার মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। ডিজে ডিজে দেখতে পাওয়া যাচ্ছে, “আমি উর্মি না আমি অপর্ণা? আমার কিছু মনে পড়ছে না কেন? আমি কি সব ভুলে যাচ্ছি?”।

   

https://www.instagram.com/reel/Ck2U-T-j0Ah/?igshid=YmMyMTA2M2Y=

রহস্যে ভরা টিজারের মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে সিনেমাটি পুরোপুরি তৈরি হয়েছে থ্রিলারকে কেন্দ্র করে। এই সিনেমার ট্রেলার আসন্ন কিন্তু কবিতা মুক্তি পাবে তা এখনও সঠিক জানা যায়নি। চলতি বছরের মে মাসে অভিনেত্রীর শেষ সিনেমা ‘মিনি’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। ভিন্নধারার সিনেমা হলেও সেই সিনেমা দর্শকদের মনে সেই অর্থে জায়গা করে নিতে পারেনি। কিন্তু অরিন্দম শীলের সিনেমা মানেই দর্শকেরা জানে সিনেমার কোথাও না কোথাও কোথাও রইবে নতুনত্বের ছোঁয়া। তাই পরিচালকসহ প্রযোজক দল এবং সিনেমা কলাকুশলীরাও বেশ আশাবাদী এই সিনেমা নিয়ে। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে মিমি চক্রবর্তী ও অর্জুন চ্যাটার্জীকে।