Mimi Chakraborty: অবশেষে বোনঝিকে নিয়ে সামনে আসছেন মিমি

mimi chakraborty

কলকাতা: অবশেষে যবনিকা উঠতে চলেছে। বোনঝিকে নিয়ে আসছেন মিমি। গ্রীষ্মের ছুটিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মৈনাক ভৌমিক পরিচালিত ‘মিনি’। এই সিনেমা দিয়েই ২০২১-এ ‘বাজি’-র পর বড় পর্দায় ফিরছেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

Advertisements

সরস্বতী পুজোর প্রাক্কালে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি ও প্রযোজক রাহুল ভাঞ্জার প্রযোজনা সংস্থা ‘স্মল টক আইডিয়াস’ ঘোষণা করল মিমি চক্রবর্তী অভিনীত বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তি পাবে চলতি বছরের ৬ মে । ওমিক্রনের বাড়বাড়ন্তের আগেই শেষ হয়ে গিয়েছিল ছবির শ্যুটিং পরবর্তী কাজ এবং ডাবিং। সম্পূর্ণা লাহিড়ী এবং রাহুল ভঞ্জের ‘স্মল টক আইডিয়াস’-এর ছাতার তলায় তৈরি হয়েছে এই ছবি। মিমির সঙ্গেই এই ছবিতে অভিনয় করবেন মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক এবং কমলিকা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা।

mimi chakraborty

Advertisements

দুই অসমবয়সী বন্ধুর গল্প বুনেছেন পরিচালক মৈনাক ভৌমিক। সেই দুই বন্ধু সম্পর্কে বোনঝি-মাসি। মিনি-তিতলি। তাদের মধ্যে একজন চায় বড় হতে, অন্য জন চায় লম্বা হতে। তাঁদের বন্ধুত্বকে কেন্দ্র করে আবর্তিত হবে ছবির গল্প। মিনির ভূমিকায় অভিনয় করবে অয়না চট্টোপাধ্যায়। তিতলির চরিত্রে মিমি। এই ছবিটি বন্ধুত্বের সম্পর্ককে সুন্দরকরে খানিকটা অন্যভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বলা হবে এমন বন্ধুত্বের কথা যেখানে বয়স কোনও সীমানা নয়।