Mimi Chakraborty: মিমির জীবনে সত্য কে?

Mimi Chakraborty

Mimi Chakraborty: ‘যা কিছু আমাদের বৈচিত্রের মাঝে ঐক্যকে নষ্ট করতে পারে, সেগুলি থেকেও যেন আমরা স্বাধীনতা পাই। আশা করি, আমরা সকলে যেন প্রত্যেক দিন প্রকৃত অর্থে স্বাধীনতা খুঁজে পাই। নিজেদের কথা বলার স্বাধীনতা যেন পাই। যাকে ইচ্ছা ভালোবাসার, মনের মতো নিজেকে গড়ে তোলার স্বাধীনতাও যেন পাই।’- স্বাধীনতা দিবসের দিন এমনটাই বলেছিলেন মিমি চক্রবর্তী।

Advertisements

বরাবরই মিমির একেকটি বক্তব্য বা স্পিচ বরাবরই দর্শকের মনে গেঁথে যায়। এবারও তাই হল। ভোটের আগে বেনারস দর্শনে গিয়ে ঠিক এমন কিছুই বলে বসলেন মিমি। তাও আবার সোশ্যাল মিডিয়ায়। জনসমক্ষে। আমরা সবাই জানি, বেনারস শিবের স্থান। মহাদেবের পুজো করতে, মহাদেবকে ভক্তির টানে হাজার হাজার ভক্ত সমাগম হয় বেনারসে। এবার মিমিও হাজির হয়েছেন শিব নগরীতে। ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘শিবই সত্য’।

সত্যিই তাই। ভগবান শিবের উপর এ ত্রিভুবনে সত্য কিছু নেই। আর মিমির এমন ভক্তিবাদেই আপ্লুত হয়েছেন ফ্যানেরা। কেউ লিখেছেন, ‘আপনার বড় ভক্ত। আপনার শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী ছবিটি দুর্দান্ত হয়েছে।’ কেউ আবার টলিউড অভিনেত্রী তথা সাংসদকে প্রশ্ন করে বসলেন, ‘আপনি এইবার ভোটে দাঁড়াচ্ছেন তো মিমি? জিততে হবে কিন্তু আপনাকে।’ এরকমই হাজার হাজার ভক্তের ভালোবাসার মন্তব্যে ছাপিয়ে গিয়েছে মিমির কমেন্ট বক্স।

কাজের ফ্রন্টে, এইমুহূর্তে মিমি চক্রবর্তীকে হইচই প্ল্যাটফর্মে উকিলের চরিত্রে দেখা যাচ্ছে। জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরীর সঙ্গে যাহা বলিব সত্য বলিব ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করেছেন নায়িকা।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by মিমি চক্রবর্তী (@mimichakraborty)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by মিমি চক্রবর্তী (@mimichakraborty)