“দুষ্টু কোকিল থেকে ডাইনি!” জন্মদিনে ভক্তদের বিশেষ চমক মিমির

বসন্তের আমেজ গায়ে মাখছে শহরের সব অলি-গলি, চারপাশে ফুলে ফুলে ভরা মনোমুগ্ধকর পরিবেশ,আর এরই মাঝে প্রেমের মাস ফেব্রুয়ারি। ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে এটা প্রেমের সপ্তাহ।…

mimi-chakraborty-special-surprise-for-fans-on-her-birthday-web-series-dainee-poster-release-date

বসন্তের আমেজ গায়ে মাখছে শহরের সব অলি-গলি, চারপাশে ফুলে ফুলে ভরা মনোমুগ্ধকর পরিবেশ,আর এরই মাঝে প্রেমের মাস ফেব্রুয়ারি। ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে এটা প্রেমের সপ্তাহ। ভালোবাসার মরসুমে আমাদের সাবার প্রিয় ‘দুষ্টু কোকিল’ অর্থাৎ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) হাজির হয়েছেন ডাইনি বেশে। শুনে একটু অবাক হচ্ছেন তো? আসলে প্রযোজক মহেন্দ্র সোনি (mahendra soni) মিমির আসন্ন সিরিজ ‘ডাইনি’ (Dainee)-এর পোস্টার শেয়ার করে লিখেছেন, “দুষ্টু কোকিল থেকে ডাইনি!” এটি মিমির আসন্ন সিরিজের টিজার পোস্টার।

আজ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) জন্মদিন। এই বিশেষ দিনে হইচই তাদের নতুন সিরিজ ‘ডাইনি'(Dainee)-এর পোস্টার প্রকাশ করেছে। পোস্টারে দেখা গেছে মিমি চক্রবর্তীকে হাতে কাটারি নিয়ে, ক্ষত-বিক্ষত রক্তাক্ত মুখে, এলোমেলো চুলে এবং অদম্য সাহস ও জেদ ভরপুর চোখে। সেই সঙ্গে পোস্টারের পুরো অংশজুড়ে ছুটছে আগুনের ফুলকি, যা তাকে আরও রহস্যময় এবং শক্তিশালী ভাবে উপস্থাপন করেছে। 

   

হইচই তাদের পোস্টারে লিখেছে, “ভয় আর জমাট বাঁধা অন্ধবিশ্বাসের অন্ধকারের মাঝে অদম্য জেদকে আঁকড়ে ধরে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা… ফিরছে হইচই-তে মিমি চক্রবর্তী, ‘ডাইনি’ নিয়ে!” প্রযোজক মহেন্দ্র সোনি এই পোস্টার শেয়ার করে মিমির পরিবর্তন সম্পর্কে মন্তব্য করেছেন, ‘দুষ্টু কোকিল থেকে ডাইনি – জন্মদিনে মিমি চক্রবর্তীর কী অসাধারণ পরিবর্তন!’ তিনি মিমির তুফান ছবির জনপ্রিয় গান “দুষ্টু কোকিল ডাকে রে কু কু কু…” থেকে এই প্রসঙ্গ তুলে এই নতুন চরিত্রের রূপের দিকে ইঙ্গিত করেছেন।

‘ডাইনি’ (Dainee)সিরিজটি পরিচালনা করেছেন নির্ঝর মিত্র। মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) পাশাপাশি ছোট পর্দার পরিচিত মুখ শ্রুতি দাসকেও দেখা যাবে এই সিরিজে। শ্রুতি মিমির বোনের চরিত্রে অভিনয় করবেন। সিরিজের মূল গল্প দুটি বোনের ওপর ভিত্তি করে। চলতি বছরের ১৪ মার্চ হইচইতে মুক্তি পাবে সিরিজটি। এর মাধ্যমে মিমি চক্রবর্তী নতুন এক চরিত্রে দর্শকদের সামনে হাজির হচ্ছেন, যা তাঁর ক্যারিয়ারের একটি নতুন মোড় হতে চলেছে।