Mimi Chakraborty: পরনে লাল পশ্চিমী পোশাক, নতুন লুকে মুগ্ধ অনুরাগীরা

বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রীর সাথে সাথে পশ্চিমবঙ্গের একজন সাংসদ হলেন মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)। যাকে সোশ্যাল মিডিয়াতে খুব একটিভ দেখা যায়। প্রতিদিন নিত্যনতুন লুকে…

Mimi Chakraborty: পরনে লাল পশ্চিমী পোশাক, নতুন লুকে মুগ্ধ অনুরাগীরা

বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রীর সাথে সাথে পশ্চিমবঙ্গের একজন সাংসদ হলেন মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)। যাকে সোশ্যাল মিডিয়াতে খুব একটিভ দেখা যায়। প্রতিদিন নিত্যনতুন লুকে ধরা পড়েন তার অনুরাগীদের সামনে। তবে মিমির এই নিত্য নতুন ফটো শুট বেশ মনে ধরে নেটিজেনদের । 

কিছুদিন আগেই গেছে দুর্গাপুজো সেই উপলক্ষে ও শাড়ি এবং ভারতীয় পোশাকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। যে ফটোগুলি বেশ প্রশংসিত হয়েছে নেট দুনিয়ায়। তবে এবার মিমিকে আবার পশ্চিমে পোশাকে মোহময়ী লুকে দেখা গেল।

প্রসঙ্গত সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে তার কতগুলি ছবি শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে একটি কালো গাড়ির সামনে তিনি একটি লাল রঙের পশ্চিমে পোশাকে দাঁড়িয়ে রয়েছেন। টকটকে লাল থাই হাই স্লিট এবং অফ সোল্ডার ড্রেসে নজর কেড়েছেন মিমি। তার সঙ্গে তার মূখভঙ্গিমায় ঘায়েল তার অনুরাগীরা। লাল রঙের এই পশ্চিমে পোশাকের সঙ্গে রয়েছে মানানসই গয়না। এই ছবির তলায় প্রশংসায় ভরিয়েছেন তার অনুরাগীরা। তার সঙ্গে তার এই লুক দেখে মুগ্ধ হয়েছে একাধিক নেটিজেন।মিমিকে দেখতে খুবই সুন্দর লাগছে। সম্পূর্ণ লাল আউটফিটে সেজেছেন তিনি। 

Advertisements

https://www.instagram.com/p/Cjum_0SPDPF/?igshid=YjkyYjQxZDk=

প্রসঙ্গত অভিনেত্রীকে খুব শীঘ্রই দেখা যেতে চলেছে ‘পোস্ত’ ছবির হিন্দিতে। এছাড়া সূত্রের খবর তিনি খুব শীঘ্রই একটি হিন্দি ওয়েব সিরিজেও অভিনয় করতে চলেছেন। অভিনয়ের সাথে সাথেই অভিনেত্রীকে আমরা গান করতে দেখেছি সম্প্রতি তার পুজোর গান বেশ প্রশংসিত হয়েছে নেট দুনিয়ায়। তবে এবার তার নতুন ফটোশুট বেশ চর্চিত নেট দুনিয়াতে।