Mimi Chakraborty: বর্ধমানের খাগড়াগড় জঙ্গি ঘাঁটির টার্গেট ছিলেন শেখ হাসিনা, ‘রক্তবীজ’ নিধনে মিমি

স্থানীয় এক তৃ়নমূল সমর্থকের ঘর ভাড়া নিয়ে জঙ্গি ঘাঁটি তৈরির বিষয়টি এনআইএ তদন্তে উঠে এসেছিল। সেই ঘটনার তদন্ত নিয়ে রক্তবীজ ছবিতে এলেন TMC সাংসদ ও অভিনেত্রী মিমি।

জঙ্গিদের লক্ষ্য ছিল ভারতের মাটিতে গোপন ঘাঁটি তৈরি করে বাংলাদেশে অস্থিরতা তৈরি ও সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া। সেই লক্ষ্যে বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি-এর ভারতীয় শাখা জেএমআই পূর্ব বর্ধমানের সদর শহর বর্ধমানের খাগড়াগড়ে ঘাঁটি তৈরি করেছিল। ২০১৪ সালে খাগড়াগড়ে এক ভয়ঙ্কর বিস্ফোরণ (Khagragarh Blast) ঘটে দুর্গাপুজোর অষ্টমীর দিনে। স্থানীয় এক তৃ়নমূল সমর্থকের ঘর ভাড়া নিয়ে জঙ্গি ঘাঁটি তৈরির বিষয়টি পরে এনআইএ তদন্তে উঠে এসেছিল। দেশজোড়া আলোচিত খাগড়াগড় বিস্ফোরণে জড়িত ভারত ও বাংলাদেশের শীর্ষ জঙ্গি নেতাদের অনেকে বন্দি। সেই ঘটনার তদন্ত নিয়ে এবার রক্তবীজ ছবিতে এলেন মিমি।

তিনি রক্তবীজ পোস্টার লুক দিয়ে লিখেছেন , “আজ থেকে রক্তবীজ আপনাদের! এবার পুজোয় পুজোর ছবি দেখুন রক্তবীজ!” তবে মিমি যেহেতু তৃণমূল সাংসদ তাই খাগড়াগড় বিস্ফোরণের তদন্ত ধরে সামাজিক মাধ্যমে কটাক্ষ, জঙ্গিদের ওই ঘরটা ছিল তৃণমূল সমর্থকের। তা কি তৃণমূল সাংসদ মিমি জানেন?

   

শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ছবি ‘রক্তবীজ’। এতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী সহ  একঝাঁক তারকা আছেন। অটোমেটিক পিস্তল হাতে নিয়ে রণংদেহী চেহারা। মিমির কোন ছবি উৎসবে আলোচনার ঢেউ ছড়াল? সামাজিক মাধ্যম মিমিময়! লুক দেখে মাতোয়ারা ভক্তরা। দুর্গা পূজার শুরুতেই টলিপাড়া কাঁপিয়ে দিলেন তৃণমূল সাংসদ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন