Katrina Kaif: মালাইকার মতো হতে চেয়েছিলেন ক্যাটরিনা!

Katrina Kaif: অভিনেত্রী হতে চাননি ক্যাটরিনা কাইফ। মডেল হতে চেয়েছিলেন। মডেল হওয়ার স্বপ্ন নিয়েই মুম্বাই এসেছিলেন নায়িকা। অভিনেত্রী এদিন বলেন, মডেল হওয়ার জন্য সেইসময় ক্যাটের…

Katrina Kaif

Katrina Kaif: অভিনেত্রী হতে চাননি ক্যাটরিনা কাইফ। মডেল হতে চেয়েছিলেন। মডেল হওয়ার স্বপ্ন নিয়েই মুম্বাই এসেছিলেন নায়িকা। অভিনেত্রী এদিন বলেন, মডেল হওয়ার জন্য সেইসময় ক্যাটের আইডল ছিলেন সুপারমডেল মধু সাপ্রে এবং লক্ষ্মী মেনন। মালাইকা অরোরাও তখন মডেলিং করছিলেন। মালাইকাকেও মডেল হিসাবে বিশেষ পছন্দ ছিল নায়িকার। এটা সত্যি যে, ক্যাটরিনা এবং মালাইকা কখনও একসঙ্গে কাজ না করলেও, তাঁদের মধ্যে একটা মিষ্টি সম্পর্ক ছিল।

Advertisements

এছাড়াও এদিন সাক্ষাৎকারে নিজের জীবনের নানান চাওয়া পাওয়া নিয়ে কথা বলতে শোনা যায় অভিনেত্রীকে। বলেন, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে তিনি বাইক রাইডিং কড়েছেব। ওটা ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় রোড ট্রিপ, যা কখনো ভোলার নয়। সেই সময় ক্যাটরিনা যখন একটু একটু করে বাইক চালানো শিখেছিলেন। তবে, তাঁকে বাইক চালানো শিখিয়েছে, সে তথ্য সামনে আনতে চাননি ক্যাট সুন্দরী।

Advertisements

উল্লেখ্য, Katrina Kaif আজকাল আসন্ন ছবি ‘মেরি ক্রিসমাস’-এর জন্য খবরের শিরোনামে রয়েছেন। এই ছবিতে ক্যাটরিনাকে অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে। স্বাভাবিকভাবেই প্রথমবারের মতো বড় পর্দায় দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফ্যানেরা। আবার এরই মধ্যে প্রকাশ্যে এসেছে এই সাসপেন্স থ্রিলার ছবির একটি দর্শনীয় ট্রেলার। যা সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে।

সূত্রের খবর, বড়পর্দায় শ্রীরাম রাঘবন পরিচালিত ‘মেরি ক্রিসমাস’ মুক্তি পাবে আগামী 12 জানুয়ারি। ক্যাটরিনা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বিজয় সেতুপতি, সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, টিনু আনন্দের মতো নামি তারকাদের। ‘মেরি ক্রিসমাস’ ছবিটি হিন্দি এবং তামিল উভয় ভাষাতেই ভাষায়ই মুক্তি পাবে।