শনিবার মুক্তি পেয়েছে ‘এইসি ৮১৪ : দ্য কান্দাহার হাইজাক’ এর টিজার (The Kandahar Hijack Teaser)। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন অনুভব সিনহা (Anubhav Sinha) । এই টিজারটি হাত ধরে ফের ফিরল ১৯৯৯ এর কান্দাহারের বিমান হাইজাকের (Kandahar Plane Hijack) স্মৃতি। ২৯ আগস্ট নেটফ্লিক্স প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই সিরিজ। ১৯৯৯ সালের ২৫ ডিসেম্বর নয়াদিল্লিগামী ফ্লাইট আইসি ৮১৪ কাঠমান্ডু থেকে যাত্রার ৪০ মিনিট পরেই অপহরণ করে পাঁচ সন্ত্রাসবাদীরা । বিমানটি অপহরণ করে সেটি নিয়ন্ত্রনে নিয়ে নেয় সন্ত্রাসবাদীরা। প্রায় ১৮০ জন যাত্রী নিয়ে বিমানটিকে সাত দিন ধরে অপহরণ করে রাখা হয়েছিল বিমানটিকে।
এই বিমান হাইজাকের ফলে একটি উল্লেখযোগ্য ফলাফল ছিল অপহৃত যাত্রীদের বিনিময়ে ভারত সরকার কিছু সন্ত্রাসীদের মুক্তি দেয়।বিমানটি প্রথমে কাঠমান্ডু থেকে অমৃতসর যাত্রা করে, তারপরে জ্বালানি সরবরাহের জন্য প্রথমে লাহোরে এবং পরে দুবাইতে পৌঁছয়। দুবাই থেকে, এটি তালেবান-নিয়ন্ত্রিত কান্দাহারে উড়ে যায়, যেখানে অবশেষে ৩১ ডিসেম্বর, ১৯৯৯ তে সন্ত্রাসবাদের হাত থেকে এটি মুক্তি পায়। এই থ্রিলার সিরিজটি কাঠমান্ডু থেকে রওনা হওয়ার কিছুক্ষণ পরেই ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান হাইজাকের ঘটনাকে তুলে ধরবে। এই ঘটনাটি ভারতীয় বিমান চলাচলের ইতিহাসে দীর্ঘতম হাইজাকের ঘটনা।
বাকিদের পেছনে ফেলে, ‘বিগ বস ওটিটি ৩’ এর বিজয়ী সানা মকবুল
টিজারটি শুরুতে দেখা হয় বিমানের পাইলট বিজয় ভার্মাকে (Vijay Verma), যিনি আইসি-৮১৪ এ সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছেন। এরপরেই বিমানটি দখল করে নেয় মুখোশধারী একদল সশস্ত্র দুষ্কৃতীরা। তাঁদের উদ্দেশ্য ভারতের রাধানী দিল্লিকে বার্তা দেওয়া। ভারতীয় কর্মকর্তারা ভারতীয় আকাশসীমার মধ্যে বিমাটিকে সীমিত করারচেষ্টা করলে এর আঁচ পেয়ে যান দুষ্কৃতীরা। তৎক্ষণাৎ কান্দাহারে বিমানটিকে উড়িয়ে নিয়ে যান তাঁরা । এর পর অপহরণকারী এবং ভারত সরকারের আলোচকদের মধ্যে চলে দীর্ঘ আলোচনা।
![](https://kolkata24x7.in/wp-content/uploads/2024/08/GOI-Kandahar-Series.jpg)
এক্স প্ল্যাটফর্মে টিজারটি প্রকাশ করে, নেটফ্লিজ লেখে, ” সত্য ঘটনা অবলম্বনে তৈরী এই সিরিজটি। সেদিন বিমানে ছিলেন ১৮৮ জন, এবং তাঁদের বন্দুকের মুখে আটকে রাখে দুষ্কৃতীরা। ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’, একটি লিমিটেড সিরিজ আসছে ২৯ আগস্ট, শুধুমাত্র নেটফ্লিক্সে।
188 onboard, and the entire nation held at gunpoint. Based on true events – IC 814: The Kandahar Hijack, a limited series, arrives on August 29, only on Netflix.#IC814OnNetflix pic.twitter.com/xBcT3fx4EE
— Netflix India (@NetflixIndia) August 3, 2024
‘আইসি ৮১৪ : দ্য কান্দাহার হাইজ্যাক’-এ অভিনয় করেছেন বিজয় ভার্মা, নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র, অরবিন্দ স্বামী, অমৃতা পুরি, দিয়া মির্জা, দিব্যেন্দু ভট্টাচার্য, পত্রলেখা, পূজা গোর, অনুপম ত্রিপাঠী, কানওয়ালজিৎ সিং, পূজা গোর, অনুপম ত্রিপাথী, শ্রীবাস্তব, সুশান্ত সিং এবং যশপাল শর্মার মতো কলাকুশলীরা।
এর আগেও কান্দাহারের বিমান হাইজাক নিয়ে ছবি তৈরী হয়েছে। ছবিটির নাম ‘জামিন’। এই ছবিতে অভিনয় করেছিলেন বিপাশা বসু, অভিষেক বচ্চন এবংগ অজয় দেবগান। এই ছবিটি পরিচালনা করেছিলেন রোহিত শেটটি। জমিনের কাহিনী ভারতীয় এয়ারলাইন্সের ফ্লাইট ৮১৪ হাইজ্যাকিংয়ের উপর ভিত্তি করে তৈরি যদিও এটি ১৯৭৬ সালে উগান্ডার এন্টেবেতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দ্বারা নেওয়া উদ্ধার অভিযানকে উপস্থাপন করে যেখানে আইডিএফ পিএফএলপি-ইও দ্বারা নেওয়া ১০২ অপহৃত যাত্রীকে উদ্ধার করেছিল পশ্চিম জার্মান বিপ্লবী দলেরা।