বলিউডে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তী অভিনেতা মনোজ কুমার

মুম্বই: প্রয়াত ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা মনোজ কুমার৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর৷ শুক্রবার ভোর সাড়ে তিনটের সময় মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে শেষ…

Manoj Kumar passes away

মুম্বই: প্রয়াত ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা মনোজ কুমার৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর৷ শুক্রবার ভোর সাড়ে তিনটের সময় মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ হৃদরোগজনিত জটিলতা এবং ডিকম্পেন্সেটেড লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন মনোজ৷ (Manoj Kumar passes away)

   

শোক প্রকাশ প্রধানমন্ত্রীর Manoj Kumar passes away

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনোজ কুমারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম-এ প্রধানমন্ত্রী লেখেন, “তিনি ভারতীয় সিনেমার কিংবদন্তি ছিলেন, যিনি তাঁর দেশপ্রেমী চরিত্রের জন্য বিশেষভাবে স্মরণীয়। মনোজ কুমারের চলচ্চিত্র জাতীয় গর্বের স্পিরিট জাগিয়েছিল এবং তা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তার পরিবার ও ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা। ওঁ শান্তি।”

Advertisements

মনোজ কুমারের ছেলে কুণাল গোস্বামী এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “ভগবানের আশীর্বাদে তিনি শান্তিপূর্ণভাবে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন৷ আগামীকাল সকালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তিনি শেষ বয়স পর্যন্ত খুশিতেই ছিলেন৷ বয়সের ভারে সামান্য অসুস্থ হয়েছিলেন।”

চলচ্চিত্রে এক দীর্ঘ যাত্রা Manoj Kumar passes away

১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের আবটাবাদে (বর্তমান পাকিস্তানে) জন্মগ্রহণ করেন মনোজ কুমার৷ তাঁর  আসল নাম ছিল হরিকৃষ্ণন গোস্বামী। ১৯৫৭ সালে ফ্যাশন সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। তবে তাঁর ক্যারিয়ারের অন্যতম মাইলফলক ছিল ১৯৬১ সালের কাঁচ কি গুড়িয়া, যেখানে তিনি সায়েদা খানের সঙ্গে অভিনয় করেছিলেন।

মনোজ কুমারের অভিনীত গুমনাম (১৯৬৫) সে বছরের অন্যতম সফল সিনেমা ছিল, যা ২.৬ কোটি টাকার ব্যবসা করেছিল। তিনি শহিদ সিনেমাতে ভগৎ সিং-এর চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি লাভ করেছিলেন।

তাঁর অভিনয়ে দেশপ্রেমের উজ্জ্বল প্রতিচ্ছবি ছিল, যা তাঁকে ‘ভারত কুমার’ উপাধি দিয়েছিল। উপকার (১৯৬৭), পুরব Aur পাশ্চিম (১৯৭০), এবং ক্রান্তি (১৯৮১)-এর মতো সিনেমাগুলিতে তার চরিত্র জাতীয় গর্ব ও দেশপ্রেমের অনুপ্রেরণা জাগিয়েছে।

মনোজ কুমার পরিচালিত শোর (১৯৭২) সিনেমা তার বহুমুখী প্রতিভার প্রমাণ দেয়। ১৯৭৫ সালে রুটি কাপড়া Aur মাকান সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার সেরা পরিচালক পুরস্কার পান।

পদ্মশ্রী, ফিল্মফেয়ার ও দাদাসাহেব ফালকে পুরস্কার Manoj Kumar passes away

মনোজ কুমার তাঁর অভিনয় জীবনে বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। ১৯৯২ সালে তাঁকে পদ্মশ্রী, ১৯৯৯ সালে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার এবং ২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়।

রাজনৈতিক জীবন ও নাগরিক ভাবনা Manoj Kumar passes away

২০০৪ সালে, মনোজ কুমার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন এবং দেশপ্রেম ও জাতীয়তাবাদের প্রচারে অংশগ্রহণ করেন।

শোক প্রকাশ করলেন রাজনাথ Manoj Kumar passes away

মনোজ কুমারের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং তার মৃত্যুর শোক জানিয়ে লেখেন, “শ্রী মনোজ কুমারজি ছিলেন একজন বহুমুখী অভিনেতা, যিনি তার সিনেমার মাধ্যমে দেশপ্রেমের বার্তা দিয়েছেন। ‘ভারত কুমার’ হিসেবে তাঁর অবিস্মরণীয় অভিনয় আজও আমাদের মনে গেঁথে রয়েছে। তার চলচ্চিত্র আমাদের সংস্কৃতির অমূল্য রত্ন।”

মনোজ কুমারের প্রস্থান ভারতীয় সিনেমার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। তার চলচ্চিত্র ও দেশপ্রেমের বার্তা আজও আমাদের মনকে উদ্বুদ্ধ করে যাবে।

Entertainment: Legendary Indian actor Manoj Kumar passes away at 87 due to heart complications & liver cirrhosis. His iconic patriotic roles inspired generations. Known for hits like Kach Ki Gudiya & Gumnaam. PM Modi and family pay tribute to the legend. A true gem of Indian cinema.