রাস্তায় আটকে দেওয়া হল মানালির গাড়ি, হয়রানির শিকার নায়িকা

manali dey

শ্যুটিংয়ে যাওয়ার পথে আটকে দেওয়া হল মানালির গাড়ি। দাবি, অ্যাপ ক্যাবের স্ট্রাইক চলছে। তাই উবার থেকে নেমে ট্যাক্সি ধরতে হবে অভিনেত্রীকে। আজ সকালে ‘ধুলোকণা’ সিরিয়ালের শুটিংয়ের জন্য জোকায় যাচ্ছিলেন মানালি। স্টুডিওয় যাওয়ার জন্য বুক করেছিলেন উবার ক্যাব। হঠাৎ বেহালার চৌরাস্তার কাছে আচমকাই তাঁর ক্যাবটি আটকে দেওয়া হয়।

নায়িকাকে বলা হয়, আপনাকে ট্যাক্সি ধরে দেওয়া হচ্ছে, আপনি ক্যাব থেকে নেমে আসুন। কিন্তু কেন এমনটা করবেন তিনি? মানালি প্রশ্ন করায়, বিক্ষোভকারীরা জানান, অ্যাপ ক্যাবের স্ট্রাইক চলছে। তখন অভিনেত্রী তাদের বলেন, ‘আমার শ্যুটিংয়ে যেতে দেরী হচ্ছে, গাড়িটা ছাড়ুন। আর বন্ধ বিষয়ের কিছু ক্যাব সংস্থার পক্ষ থেকে আমাকে জানানো হয়নি। এর উত্তরে আটককারীরা বলেন, ‘এখন বলছি নেমে যান।’।

   

অ্যাপ ক্যাব বুক করে চুড়ান্ত হয়রানির শিকার হয়েছেন নায়িকা। তাই ঘটনাস্থল থেকে একটি লাইভ করে তিনি সকলে সতর্ক করেন তিনি। সেই সঙ্গে বলেন, ‘আজকাল অ্যাপ ক্যাব বুক করতে গেলেই গন্তব্য কোথায় তা আগে জানতে চাওয়া হয়। সেই গন্তব্য চালকের পছন্দ না হলে রাইড ক্যানসেল করে দেওয়া হয়। তারওপর এই সমম্যা।’

অভিনেত্রীর ভিডিও দেখে অনেকেই এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। কেউ কেউ আবার প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন তাঁদেরও এমন অভিজ্ঞতা হয়েছে। ‘ধুলোকণা’ সিরিয়ালে মেন চরিত্রে কাজ করছেন মানালি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন