“সীমারেখা দরকার” উদিত নারায়ণের চুমু বিতর্ক নিয়ে মুখ খুললেন মমতা শংকর

বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ (Udit Narayan) সম্প্রতি একটি কনসার্টে এক মহিলা ভক্তকে চুমু খাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের শিকার হচ্ছেন। ভাইরাল হওয়া ভিডিওতে…

বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ (Udit Narayan) সম্প্রতি একটি কনসার্টে এক মহিলা ভক্তকে চুমু খাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের শিকার হচ্ছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি “টিপ টিপ বরসা পানি” গান গাওয়ার সময় একজন মহিলা ভক্ত তার কাছে সেলফি চাইতে আসেন এবং সেই মুহূর্তে গায়ক তার ঠোঁটে চুমু খান। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর থেকেই 69 বছর বয়সী উদিত নারায়ণকে নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছে। এই বিতর্কের রেশ শেষ হতে না হতেই এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিশিষ্ট অভিনেত্রী মমতা শংকর(Mamata Shankar)।

Advertisements

এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মমতা শংকর(Mamata Shankar) বলেন, “এসব কী হচ্ছে? একসঙ্গে সকলের মাথাখারাপ হয়ে গেল নাকি? হাসব নাকি কাঁদব, বুঝতে পারছি না। বেডরুম আর রাস্তাঘাট একাকার হয়ে গেল।” তিনি আরও বলেন, “এই ধরনের ঘটনা নিয়ে যে আলোচনা চলছে, তা আমার কাছে একেবারেই অযৌক্তিক মনে হচ্ছে। কোথাও একটা সংযম থাকা প্রয়োজন। সীমারেখা দরকার। যখন সেই সীমারেখা মুছে যায়, তখনই এরকম বিষয়গুলো সামনে আসে।”

   

প্রসঙ্গত, গায়ক উদিত নারায়ণ (Udit Narayan)এই বিতর্কে তার পক্ষ থেকে মুখ খুলেছেন।সম্প্রতি বলিউড হাঙ্গামার সঙ্গে সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, “এটি আমার এবং আমার ভক্তদের মধ্যে একটি ভালোবাসার অভিব্যক্তি। আমি কেন বিব্রত হব? এটি একটি পবিত্র সম্পর্ক এবং যারা নোংরামি খুঁজছেন, তাদের জন্য আমি দুঃখিত।“ তিনি আরও বলেন, “আমি কখনোই আমার পরিবারের বা দেশের জন্য কিছু বিব্রতকর কিছু করিনি। আমি জীবনে অনেক কিছু অর্জন করেছি এবং এখন কেন এসব নিয়ে ভাবব?”

উদিত নারায়ণ তার পুরস্কৃত ক্যারিয়ারের কথা উল্লেখ করে বলেছেন, “আমি জাতীয় পুরস্কার, পদ্মভূষণ, পদ্মশ্রী এবং ফিল্মফেয়ার পুরস্কার জিতেছি। কেন আমি কিছু লোকের মন্তব্য নিয়ে চিন্তা করব যারা অন্যের সাফল্য সহ্য করতে পারে না?”