Sunday, December 7, 2025
HomeEntertainmentMamata Shankar: বাংলাকে ভালোবেসে যা যা বললেন মমতা শংকর

Mamata Shankar: বাংলাকে ভালোবেসে যা যা বললেন মমতা শংকর

- Advertisement -

Mamata Shankar: ‘বাংলার প্রতি আমার অগাধ শ্রদ্ধা, অগাধ ভালোবাসা। সবকিছুকে আমি ভালোবাসি। বাংলার জয় হোক।’ সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মঞ্চ থেকে এমনটাই জানিয়েছেন বিখ্যাত নৃত্যশিল্পী মমতা শংকর। তাঁর কথায়, ইংরেজিতে কেউ অটোগ্রাফ চাইলে তিনি দিতে পছন্দ করেন না।

মমতা শংকর জানিয়েছেন, ‘আমি শুধু এটাই বলব যে এই ভাষার উপর ভালোবাসা রেখে যখনই আমার কাছে কেউ আসে এবং ইংরেজিতে আমায় বলে যে ক্যান আই হ্যাভ ইয়োর অটোগ্রাফ প্লিজ, আমি বলি যে তুমি বাঙালি? তখন বলে যে হ্যাঁ। তখন আমি বলি যে তাহলে তুমি আমায় বাংলায় জিজ্ঞাসা কর। বাংলায় বল। আমি এখনই অটোগ্রাফ দেব। তখন বাংলায় বলে। আর আমি অটোগ্রাফ দিই।’

   

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে আয়োজিত অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় শুভাপ্রসন্নকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘আমি শুভা দা’কে শ্রদ্ধা জানাই। যখন ভাষা আন্দোলনের কিছুই ছিল না, আমি আমার সাংসদ তহবিলের টাকা দিয়ে দেশপ্রিয় পার্কে এই স্মারকটা করেছিলেন। যেটার আর্কিটেকের কাজটা করেছিলেন শুভা দা। যোগেন দা তখন ছিলেন। জয় দা’রা প্রতি বছরই আসেন। সবাই আছেন, সুবোধ দা, আবুল বাশার, আমাদের শ্রীজাত, মমতাশংকর…।’

উল্লেখ্য মমতা শংকর (Mamata Shankar) আগাগোড়াই স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। এর আগেও তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমায় মাথায় রাখতে হয় যে, আমি একটা নাচের স্কুলও চালাই। আমার নৃত্যশিল্পী হিসাবে একটা পরিচয় রয়েছে। এমন কিছু করব না যেটা অন্য কেউ করলে আমি নাক সিঁটকে বলতাম, ‘‘উনি কেন এমন করলেন!’’ এটা নিজের ক্ষেত্রেও কাজে লাগাই। আমি জানি, আমার ছাত্রছাত্রী রয়েছে। তারা যেন আমায় দেখে না ভাবে, ‘মম মাসি এটা কী করে করলেন’! একটা ছবি করেছিলাম, যেখানে একটি দৃশ্যে আমায় সিগারেট হাতে বসতে হয়েছিল। আমি বলেছিলাম, আমি খাব না। বোঝাবার জন্য হাতে নিয়ে বসতে পারি। সেই দৃশ্যটা দেখে একটা বাচ্চা ঘুরে বসেছে পুরো। বলে, ‘‘ওটা মম মাসি না।’’ আমার সব সময়ই মনে হয়, ছাত্রছাত্রীদের মনে আমি দুঃখ দিতে পারব না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular