HomeEntertainmentশুটিংয়ের সময় হেনস্থার শিকার মল্লিকা শেরাওয়াত, আর কী বললেন অভিনেত্রী...

শুটিংয়ের সময় হেনস্থার শিকার মল্লিকা শেরাওয়াত, আর কী বললেন অভিনেত্রী…

- Advertisement -

আসছে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’। এই ছবির হাত ধরে প্রায় ২ বছর পর বলিউড ছবিতে ফিরছেন মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)। এর মাঝেই এক চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়েছে অভিনেত্রীর। যেখানে তাঁকে বিনোদন জগতের অন্ধকার দিকের কথা বলতে দেখা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওতে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat) বলছেন তিনি দুবাইয়ে একটি ‘বড় সিনেমা’য় কাজ করছেন। সঙ্গে ‘বিশাল বড় স্টার কাস্ট’। এরপর অভিনেত্রী বলেন, ‘আমি আপনাকে একটা ঘটনার কথা বলি, আমি দুবাইয়ে একটা বড় সিনেমার শ্যুটিং করছিলাম, মাল্টি-স্টারার সিনেমা ছিল। সুপার-হিট সিনেমা একটা, দর্শক খুব পছন্দ করেন, আমি সেখানে একটা কমেডি চরিত্রে ছিলাম।’

   

অভিনেত্রী আরও বলেন ‘ওই সিনেমার নায়ক রাত ১২টার সময় আমার দরজায় কড়া নাড়তেন। আর তার এমন জোর, শুনে মনে হত যে দরজা ভেঙে ঢুকে পড়বেন। কারণ তিনি আমার শোওয়ার ঘরে ঢুকতে চাইতেন। এবং আমার বক্তব্য ছিল, এটা কোনওদিন হতে পারে না। এরপর, ওই হিরো আর কোনওদিন আমার সঙ্গে কাজ করেননি।’

প্রসঙ্গত, বিনোদন জগতে একের পর হেনস্থার খবর সামনে এসেই চলেছে। কিছু দিন আগে মলয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে ঘটা মহিলাকর্মীদের প্রতি হেনস্থার ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে তৈরি হয়েছে ‘হেমা কমিটি রিপোর্ট’। রিপোর্টে মলয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড় অভিনেতা, পরিচালক এবং প্রযোজকের নাম সামনে এসেছিল। এমনকি টলিউড ইন্ডাস্ট্রিতে এক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড (বরখাস্ত) করা হল পরিচালক অরিন্দম শীলকে। এই আহবে এবার বলিউডে হেনস্থার খবর সামনে এল।

উল্লেখ্য, ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো'(Vidya Ka Woh Wala Video) ভূষণ কুমারের টি-সিরিজ নির্মিত একটি সিনেমা। আগামী ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে একটি গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মল্লিকা শেরাওয়াতকে (Mallika Sherawat)। এই একই দিনে মুক্তি পাবে বলিউডের আরও একটি ছবি আলিয়া ভাট এবং ভেদাং রায়না অভিনীত অ্যাকশন থ্রিলার জিগরা।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular