Malaika Arora: মেকআপ আর্টিস্ট শুরা খানকে 24 ডিসেম্বর বিয়ে করলেন প্রাক্তন স্বামী আরবাজ খান। পরিবার সহ ঘনিষ্ঠ বন্ধুদের সামনেই সাত জন্মের বন্ধনে বেঁধেছেন দুজনে। তাহলে মালাইকা এখনও চুপ কেন। তাঁর জীবনেও রয়েছে মনের পুরুষ। ভালোবাসেন একে অপরকে। সঙ্গ দিচ্ছেন অনেকদিন হল। তাহলে কি এবার 2024 সালে মালাইকা (Malaika Arora) বিয়ে করার জন্য প্রস্তুত! এমনই প্রশ্ন জেগে উঠেছে ভক্তদের মনে।
সম্প্রতি, ঝলক দিখলা জা 11-এর সেটে মালাইকাকে বিয়ের সম্মন্ধে এই একই প্রশ্ন করেছিলেন পরিচালক ফারাহ খান। তিনি জিজ্ঞাসা করেছিলেন, “মালাইকা, আপনি কি 2024 সালে সিঙ্গেল মা এবং অভিনেত্রী থেকে ডবল প্যারেন্ট এবং অভিনেত্রী হতে চলেছেন?” এই প্রশ্নটি প্ৰথমে বুঝতে পারেননি মালাইকা। এর পর বুঝে গেলে তারই উত্তরে সবাইকে চমকে দেন এই অভিনেত্রী। যে উত্তর এইমুহূর্তে রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
মালাইকা বলেন, ‘কেউ থাকলে আমি তাঁকে শতভাগ বিয়ে করব।’ এ প্রসঙ্গে ফারাহ পাল্টা জবাব দেব, ‘মানে অনেকেই তো আছেন।’ জবাবে মালাইকা বলেন, কেউ যদি আমাকে বিয়ের করার কথা বলেন, তাঁকে আমি অবশ্যই বিয়ে করব। অর্থাৎ নায়িকা দ্বিতীয় বিয়ে করতে ইচ্চুক আছেন। এবার সময় বলবে, তাঁর বিয়ে শেষমেশ অর্জুন কাপুরের সঙ্গেই হবে কিনা। কারণ, ফারাহ-র প্রশ্নে অভিনেত্রীর কূটনৈতিক জবাব আবারও একবার নতুন করে অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যাওয়ার প্রসঙ্গে ঘি ঢেলেছে
View this post on Instagram