বর্তমানে, টলিউড কিংবা বলিউডে একটু নজর দিলেই দেখতে পাওয়া যাবে যে, ‘বয়সটা শুধু সংখ্যা মাত্র’। কার্যত, এই ধরনের উদ্ধৃতির প্রতিফলন ঘটতে দেখা যাচ্ছে টলিউড-বলিউড জগত হোক কিংবা কোনো উচ্চ সন্মানাধীকারী ব্যাক্তিদের জীবন থেকে সাধারণ মানুষের জীবনে।
আজকের সময় বলিউড জগতের সব থেকে খ্যাতনামা এবং চর্চিত জুটির মধ্যে অন্যতম জুটি হল অর্জুন কাপুর ও মালাইকা আরোরার (Malaika Arora) জুটি। এই দুই অভিনেতা-অভিনেত্রীর মধ্যে বয়সের বিস্তর পার্থক্য রয়েছে বলে এই জুটিকে সমালোচনার সম্মুখীন হতে হয়। মালাইকা-অর্জুন এই সকল সমালোচনাকে তোয়াক্কা না করে তারা নিজেদের মতন সময় কাটান।
বর্তমানে নিত্য নিয়ে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে মালাইকা একটি ফ্যাশন শোয়ে র্যাম্প ওয়াক করছেন। অভিনেত্রীর পরনে রয়েছেন নীলাভ রঙের লাশ্যময়ী পোশাক। অভিনেত্রীকে এই পোশাকে দেখে বিশেষত পুরুষ ভক্তদের শরীরের উদ্দীপনা বেড়ে গিয়েছে। অভিনেত্রীর পরনে রয়েছে ব্রা কাটিং টপ, বডি শেপিং স্কার্ট সঙ্গে স্রাগ। খোলা চুল ও হালকা মেকাপে নিজেকে গড়ে তুলেছেন সাহসী নারী।
https://www.instagram.com/reel/CjsWdZjqRlm/?utm_source=ig_web_copy_link
এই পোশাকে অভিনেত্রীকে দেখে বোঝা দায় যে উনি প্রায় ৫০এর গন্ডি ছুঁয়েছেন। অভিনেত্রীর ২০০৮সালে ‘ইএমএই’ সিনেমার দ্বারা অভিনয় জগতে প্রবেশ করলেও আইটেম ডান্সার হিসাবে এর বহু আগে বলিউড জগতে অভিষেক ঘটে। তারপর থেকে তিনি একে একে বহু সিনেমাতে অভিনয় করলেও মূলত ‘আইটেম ডান্সার’ হিসাবে প্রশংসিত হন দর্শকদের কাছে। বর্তমানে মালাইকা বিভিন্ন নাচের রিয়ালিটি শোয়ে বিচারকের পদ গ্রহণ করে থাকেন।