Malaika Arora: প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে এ কেমন মন্তব্য মালাইকার!

Malaika Arora

Malaika Arora: অভিনেতা-প্রযোজক আরবাজ খান। 24 ডিসেম্বর দ্বিতীয়বার বিয়ে করেছেন। প্রেমিকা শুরা খানকে। সোশ্যাল মিডিয়ায় এইমুহূর্তে লাইমলাইটে রয়েছে নতুন জুটি। দেখা গিয়েছে, এই অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠানে আরবাজ খানের পুরো পরিবার এমনকি ছেলে আরহানও উপস্থিত ছিলেন। কিন্তু দেখা যায়নি প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা। এরপর থেকেই আরবাজের দ্বিতীয় বিয়ে নিয়ে মালাইকা কী ভাবছেন। তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। এরই মাঝে এদিন অন্য ইঙ্গিত দিলেন মালাইকা।

Advertisements

এদিন মালাইকা অরোরার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন। লেখা আছে, ‘আমি ঘুম থেকে উঠলাম। আমার পরনের কাপড় আছে। খাওয়ার জল আছে। আমার কাছে খাবার আছে। আমি কৃতজ্ঞ, আমি খুশি’ যদিও মালাইকা অরোরা এই গল্পে কারও নাম উল্লেখ করেননি। কিন্তু ফ্যানেদের জল্পনা বলছে যে নায়িকা প্রাক্তন স্বামী আরবাজ খানের দ্বিতীয় বিয়ের বিষয়ে যে কতটা খুশি হয়েছেন। তা বোঝাতেই এমন পোস্ট করেছেন।

মালাইকা অরোরা এবং আরবাজ খান ১৯৯৮ সালে বিয়ে করেন। কিন্তু সাংসারিক নানা ঝামেলার কারণে ২০২৬ সালের মার্চ মাসে নিজেদের বিচ্ছেদের ঘোষণা করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। এরপর আনুষ্ঠানিকভাবে 2017 সালের মে মাসে বিবাহবিচ্ছেদ করেন মালাইকা-আরবাজ। কিন্তু বিবাহবিচ্ছেদের পরেও একমাত্র ছেলে আরহান খানের লালন-পালনে কোনও কসরত ছাড়েননি দুজনেই। সে প্রমাণ বার বার মিলেছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

মালাইকা অরোরা সম্পর্কে কথা বলতে গেলে, তিনি 2019 সাল থেকে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। এই বছরের শুরুতে, অর্জুন এবং মালাইকার বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছিল, দাবি করা হয়েছিল যে অর্জুন অভিনেত্রী কুশা কপিলার সাথে ডেট করছেন। তবে, অর্জুন এবং মালাইকা উভয়েই তাঁদের একসঙ্গে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন জনসমক্ষেই। একই সময়ে, কুশা কপিলাও এই গুজব অস্বীকার করেছেন ইতিমধ্যেই।