Pankaj Tripathi: ‘ম্যায় অটল হুঁ’। 19 জানুয়ারি মুক্তি পেতে চলেছে পঙ্কজ ত্রিপাঠী অভিনীত এই ঐতিহাসিক ছবি। ছবির প্রচারও করছেন জোরকদমে। একাধিক সাক্ষাৎকার দিচ্ছেন। এমনই এক কথোপকথনের মাঝে বেফাঁস মন্তব্য করে বসলেন অভিনেতা। সম্প্রতি, প্রচারের সময়, পঙ্কজ ত্রিপাঠীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি 22 জানুয়ারী প্রাণ প্রতিস্থা অনুষ্ঠানে রাম মন্দিরে যাবেন কিনা? এর জবাবে তিনি এমন কিছু বললেন যা সবাইকে অবাক করে দিয়েছে।
অযোধ্যায় যাওয়ার প্রশ্নে কী বললেন পঙ্কজ?
এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী বলেন, ‘আমি পূর্বাচলেরই বাসিন্দা। একদিন গোপনে গিয়ে শ্রীরামের দর্শন করব। আমি পৃথিবীর চোখ থেকে দূরে থেকে তীর্থস্থান পরিদর্শন করি। সেখানে আমি আমার পরিবারের সঙ্গে শান্তিতে ধ্যান করি।’ এই কারণেই অভিনেতা প্রাণ প্রতিস্থা অনুষ্ঠানে যেতে চান না। কথোপকথনের সময়, পঙ্কজ ত্রিপাঠীকেও আরও জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি রামায়ণের কোন চরিত্রে অভিনয় করতে চান?
উত্তরে অভিনেতা বললেন, মর্যাদা পুরুষোত্তম চরিত্রে অভিনয় করতে চান পঙ্কজ। অভিনেতা বলেন, ‘মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আমার প্রিয়। আমি শুধুমাত্র তাঁর চরিত্রে অভিনয় করতে চাই। যাইহোক, আমি আর সেই বয়সে নেই। আমার বয়স ৪৮ বছর এবং ছবি আমরা সবসময় তরুণ শ্রী রামের গল্প বলি। তবে এত কিছুর পরও যদি কোনো নির্মাতা আমার ওপর আস্থা প্রকাশ করেন, আমি অবশ্যই রামের চরিত্রে অভিনয় করব।’
উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান। প্রায় ৭৫০০ জনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ক্রীড়াজগত থেকে ফিল্ম জগতের বহু মানুষ রাম মন্দিরে উপস্থিত থাকবেন এদিন।