SRK: খুনের হুমকি পেলেন শাহরুখ খান

শাহরুখ খান (SRK)K পেলেন খুনের হুমকি। এই সংবাদে বলিউড সরগরম। পরিস্থিতি আঁচ করে কোনও ঝুঁকি নিতে চাইল না মহারাষ্ট্র সরকার। অভিনেতার জন্য ওয়াই প্লাস নিরাপত্তা…

Shah Rukh Khan

শাহরুখ খান (SRK)K পেলেন খুনের হুমকি। এই সংবাদে বলিউড সরগরম। পরিস্থিতি আঁচ করে কোনও ঝুঁকি নিতে চাইল না মহারাষ্ট্র সরকার। অভিনেতার জন্য ওয়াই প্লাস নিরাপত্তা মঞ্জুর হলো। জওয়ান ছবির মারকাটারি সাফল্য ও বিশ্বজুড়ে হাজার কোটির বিপুল ব্যবসার পর শাহরুখ খানকে খুনের হুমকির পিছনে কোনও যোগসূত্র আছে কিনা তার তদন্ত চলছে।

জানা গিয়েছে সরকার নিরাপত্তা দিলেও তার খরচ শাহরুখ খান বহন করবেন। ওয়াই প্লাস নিরাপত্তা বাবদ যে খরচ হবে সেই টাকা শাহরুখ খান জমা করবেন সরকারি কোষাগারে। 

কী থাকছে শাহরুখ খানের নিরাপত্তা বলয়ে? ওয়াই প্লাস নিরাপত্তার নিয়মে পুলিশের ৬ জন কমান্ডোর ঘেরাটোপে থাকতে হয়। শাহরুখ খান মু্ম্বই পুলিশের তরফে এমন নিরাপত্তা পাচ্ছেন। তাঁর দেহরক্ষীরা মহারাষ্ট্র পুলিশের। দেশের যে কোনও স্থানে তিনি বিশেষ সুরক্ষা বলয়ে থাকবেন। নিরাপত্তারক্ষীদের হাতে থাকবে মেশিনগান, AK-47 অ্যাসল্ট রাইফেল এবং গ্লক পিস্তল। শাহরুখ খানের বাসভবন মন্নতের নিরাপত্তায় থাকবে পুলিশের বিশেষ বাহিনী।

পাঠান পাঠান জওয়ানের বিপুল বাণিজ্যিক সফলতার পর মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে আলোচনা চলছিল যে কোনও সময় হুমকি পেতে পারেন শাহরুখ খান। মুম্বই পুলিশ এমন সতর্কতা আগেই দিয়ে রেখেছিল শাহরুখ খানকে। এবার খুনের হুমকি পেতেই বাড়ল তাঁর নিরাপত্তা।

Advertisements

মহারাষ্ট্র রাজ্য গোয়েন্দা বিভাগ (SID) গত 5 অক্টোবর রাজ্যের সমস্ত পুলিশ কমিশনারেট, জেলা পুলিশ এবং বিশেষ সুরক্ষা ইউনিটগুলিকে (SPUs) জানিয়েছিল শাহরুখ খানের জন্য “Y+ সুরক্ষার একটি এসকর্ট স্কেল প্রদান করতে।

2010 সালে চলচ্চিত্র মাই নেম ইজ খানের মুক্তির পর হুমকি পাওয়ার পর শাহরুখের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মুম্বাই জোনাল হেড এবং আইআরএস অফিসার সমীর ওয়াংখেড়ে তার ছেলে আরিয়ান খানের মুক্তির বিষয়ে খানের সাথে তার হোয়াটসঅ্যাপ চ্যাট কথোপকথন প্রকাশ করার পরে খানের নামও খবরে এসেছিল। গত 3 অক্টোবর, 2021-এ মুম্বাই উপকূলে কর্ডেলিয়া ক্রুজ জাহাজে NCB অভিযানের সময় আরিয়ানকে গ্রেপ্তার করা হয়। 25 দিন পর তাকে জামিন দেওয়া হয়।