তিন বছর পার, হয়নি সুশান্ত কিনারা, কী জানাচ্ছে সিবিআই ?

২০২০ সালের জুন মাসে সুশান্ত সিং রাজপুতকে তাঁর অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর কেটে গেছে তিন বছর। Advertisements সম্প্রতি, প্রয়াত বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যুর…

২০২০ সালের জুন মাসে সুশান্ত সিং রাজপুতকে তাঁর অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর কেটে গেছে তিন বছর।

Advertisements

সম্প্রতি, প্রয়াত বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে মন্তব্য করেন মহারাষ্ট্রের ডেপুটি সিএম দেবেন্দ্র ফড়নবিশ। তিনি জানান, প্রাপ্ত তথ্য প্রমাণের বিশ্বাসযোগ্যতা পরীক্ষার কাজ চলছে এখন। এবার একজন সিবিআই কর্মকর্তা জানালেন, তারা অপেক্ষা করছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তথ্যের।

   

উল্লেখ্য, ২০২১ সালে গুগল ও ফেসবুকের সদর দফতর ক্যালিফোর্নিয়া-য় যোগাযোগ করেন তদন্তকারী দল। আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছিল সুশান্ত মামলায় সঙ্গে জড়িতেদের মুছে ফেলা চ্যাট, ইমেল বা অভিনেতার করা পোস্টের বিবরণ সম্পর্কে জানতে চেয়ে।

প্রসঙ্গত, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে রয়েছে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (MLAT)। যার ফলে উভয় পক্ষই কোনও আভ্যন্তরীন তদন্তের ব্যাপারে তথ্য চাইতে পারে। বেশ কিছুজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল।

AIIMS-এর মেডিকেল বোর্ড অভিনেতার মৃত্যুকে আত্মহত্যাই ঘোষণা করেছে। সুশান্তের পরিবার এই রিপোর্ট কে ত্রুটিপূর্ণ বলে দাবি করেছেন।

দিনকয়েক আগে ফড়নবিশ জানান, “কিছু ব্যক্তি দাবি করেছে তাদের কাছে মামলার বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি ও সব প্রমাণ পুলিশকে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছি।

বর্তমানে, আমরা উপস্থাপিত প্রমাণের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। তদন্ত এখনও চলছে, এবং এই পর্যায়ে মামলার চূড়ান্ত পরিণতি সম্পর্কে কোনও মন্তব্য করা আমার পক্ষে ঠিক হবে না।”