কুলের আচারের পর আবার একসঙ্গে বিক্রম-মধুমিতা, সঙ্গী দর্শনা

২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘কুলের আচার’ (Kuler Achaar) চলচ্চিত্র। এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) এবং মধুমিতা সরকার (Madhumita…

madhumita- vikram

২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘কুলের আচার’ (Kuler Achaar) চলচ্চিত্র। এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) এবং মধুমিতা সরকার (Madhumita Sarkar)। দুজনেই টেলিভশন এবং বড় পর্দার জনপ্রিয় মুখ। ‘কুলের আচার’ ছবির বিষয়বস্তু ছিল বিয়ের পর একজন বধূর তার পৈতৃক উপাধি পরিবর্তন না করা। ছবিটি পরিচালনা করেছিলেন সুদীপ দাস।

এবার পরিচালক শিলাদিত্য মৌলিকের হাত ধরে আবার প্রত্যাবর্তন করতে চলছে এই জুটি,সঙ্গে থাকছেন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। শ্যুটিং শুরু হওয়ার এই ছবির নাম ‘কে প্রথম কাছে এসেছি’ রাখা হলেও, বৃহস্পতিবার টিজার মুক্তির সময়, চলচ্চিত্রের নাম বদলে রাখা হল ‘সূর্য’ (Surjo)। এটি মূলত একটি প্রেমের গল্প। ১৯ শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। বৃহস্পতিবার মুক্তি পেল ছবিটির টিজার।

   

এই চলচ্চিত্রে, মধুমিতা অভিনীত চরিত্রের নাম ঊমা আর বিক্রম অভিনীত চরিত্রের নাম ‘সূর্য’ । টিজারের শুরুতে উমাকে বলতে শোনা যায়, “তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে বহুদিন থেকে চিনি।” উমা আশ্রয় নেয় একটি পুরোনো অ্যাপার্টমেন্টে। সেখানে সে খুঁজে পায় একটি গ্রাফিক নভেল। খোঁজখবর নিয়ে সেজানতে পারে এই নভেলটি সূর্য বলে এক ব্যক্তির যে উমার আগে ওই এপার্টমেন্টে ভাড়া থাকত। এরপরেই সেই রহস্যজনক ওই ব্যক্তিকে খুঁজতে বেরিয়ে পরে উমা। ছবিতে সূর্যের চরিত্রে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়। টিজারে তাকে অ্যাকশন করতেও দেখা গেছে। তার চরিত্রটি রহস্যে ঘেরা। ‘পারিয়া’ ছবির পর আবার এই ছবিতে অ্যাকশন করতে দেখা যাবে অভিনেতাকে। এছাড়াও ছবিতে রয়েছেন দর্শনা বণিক। চলচ্চিত্রে তার চরিত্রের নাম দিয়া। ছবির অধিকাংশ শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গে। এই চলচ্চিত্রের ঘটনাও উত্তরবঙ্গকে কেন্দ্র করেই আবর্তিত।

সম্প্রতি ‘অমর সঙ্গী’ ছবির কাজ শেষ করেছেন বিক্রম। তার হাতে রয়েছে ‘পারিয়া’ ছবির দ্বিতীয় অধ্যায় এর কাজ ও। অন্যদিকে, ব্যস্ত রয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার ও। খুব শীঘ্রই তিনি শুরু করবেন ‘চিনি ৩’ এর শুটিং। এছাড়াও দক্ষিণী একটি চলকহিতে অভিনয় করার কথা আছে তার।