Sunday, December 7, 2025
HomeEntertainment‘এক এবং অদ্বিতীয়,’ ঋতুপর্ণায় মুগ্ধ মদন মিত্র, কী দেখে এমন প্রশংসা বিধায়কের?

‘এক এবং অদ্বিতীয়,’ ঋতুপর্ণায় মুগ্ধ মদন মিত্র, কী দেখে এমন প্রশংসা বিধায়কের?

- Advertisement -

কলকাতা: তিন দশকেরও বেশি সময় ধরে পর্দায় একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সাহসী, সংবেদনশীল ও চরিত্রনির্ভর অভিনয়ের জন্য বরাবরই আলাদা জায়গা তৈরি করেছেন দর্শকদের মনে। সদ্য মুক্তিপ্রাপ্ত তাঁর নতুন ছবি ‘গুড বাই মাউন্টেন’, সেই ধারারই আরও এক সংযোজন (madan mitra praises rituparna sengupta)৷ 

পরিচালক ইন্দ্রাশিস আচার্যের এই ছবিতে ঋতুপর্ণার বিপরীতে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এই নতুন জুটি রীতিমতো চমক দিয়েছে দর্শকদের। প্রেমের পরিণত আবহে গড়ে ওঠা কাহিনিতে তাঁদের রসায়ন যেন অনবদ্য।

   

বিশেষ প্রদর্শনীতে হাজির ছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। অভিনেত্রীর প্রশংসায় তিনি বলেন, “ঋতুপর্ণা এক এবং অদ্বিতীয়। ও যে কোনও ছবি একাই কাঁধে টেনে নিয়ে যেতে পারেন। ওর সঙ্গে এই ছবিতে অভিনয় করাও আমার সৌভাগ্য।”

ঋতুপর্ণার পরনে ছিল আজরাখ কাজের সালোয়ার স্যুট, সঙ্গে নান্দনিক গয়না। আর মদনের পোশাকে সাদামাটা অথচ আভিজাত্য, সাদা পাঞ্জাবি ও পাজামা।

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর আর একটি ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’, যা ঘিরেও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। এবার অগস্টে মুক্তি পাবে ‘বেলা’, একটি নারীকেন্দ্রিক শক্তির কাহিনি।

নিজের কাজ সম্পর্কে ঋতুপর্ণা বলেন, “নতুন পরিচালক-প্রযোজকদের সঙ্গে কাজ করতে সব সময় প্রস্তুত আমি। প্রত্যেকটি ছবির স্বাদ আলাদা। ‘গুড বাই মাউন্টেন’-এ যেমন পরিণত প্রেম রয়েছে, ‘বেলা’ তেমন নারীশক্তির জয়গান।”

এই মুহূর্তে বাংলার নারীপ্রধান ছবিগুলির অন্যতম মুখ হয়ে উঠেছেন ঋতুপর্ণা। তাঁর সৃজনশীলতা এবং ধারাবাহিকতা আবারও প্রমাণ করল, তিনি এখনও বাংলার সিনেমার অন্যতম উজ্জ্বল নক্ষত্র।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular