লক আপ খ্যাত অভিনেতার পোস্ট ঘিরে শোরগোল

ফের একবার শিরোনামে উঠে এলেন ‘লক আপ’ খ্যাত মুনাওয়ার ফারুকি। মুনাওয়ার রিয়েলিটি শো-এ জয়ের শিরোপা পেতেই গোটা দেশজুড়ে তাঁর চর্চা চলছে। বর্তমানে তিনি যেখানেই যান স্পটলাইট যেন তাঁর ওপরেই ফোকাস হয়।

Advertisements

যদিও সাম্প্রতিক সময়ে মুনাওয়ার ও তাঁর প্রেমিকা নাজিলার প্রেমকাহিনী বেশ চর্চায় রয়েছে। সম্প্রতি তিনি নাজিলার সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। এরপরেই তাঁর কমেন্ট বক্সে কমেন্টের ঝড় তুলে দিয়েছেন মুনাওয়ারের অনুগামীরা। এই ছবিতে দুজনকে বেশ রোম্যান্টিক মুডে দেখা গিয়েছে।

Advertisements

ছবিটির ক্যাপশনে এই কৌতুক শিল্পী বেশ একটি মিষ্টি লেখা লেখেন। এদিকে দুজনের এহেন ছবি দেখে খুবই খুশি হয়েছেন তাঁদের ফ্যানেরা। লক আপ-এর আর এক প্রতিযোগী তথা অভিনেত্রী নিশা রাওয়াল দুজনকে মিষ্টি আখ্যা দিয়েছেন। সেইসঙ্গে এদিকে কেউ কেউ আবার লিখেছেন, ‘দুজনে একে অপরের জন্যই তৈরি।’ অনেকে নাজিলাকে বৌদি বলেও সম্বোধন করেছেন।