তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) শুধু রাজনীতি বা সাংবাদিকতার মধ্যেই সীমাবদ্ধ নয় একাধিক সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি সঙ্গী। বিশেষত গানের প্রতি তাঁর ভালোবাসা অনেকেই জানেন। গত মাসে কুণাল ঘোষ নচিকেতা চক্রবর্তীর মতো কিংবদন্তী শিল্পীর সঙ্গে ডুয়েট গেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। এবার রুক্মিণীর (Rukmini Maitra) সঙ্গে গাইলেন ‘ভজ গৌরাঙ্গ’ (Vajo Gourango song)।
সোমবার ছিল পরেশ পালের সুভাষ মেলার সমাপ্তি অনুষ্ঠান। সেখানেই কুণাল ঘোষ (Kunal Ghosh) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) এক মঞ্চে আসেন। একসঙ্গে গান গেয়ে উপস্থিত দর্শকদের মন জয় করেন। তাঁদের ডুয়েট পারফরম্যান্সে মঞ্চ হয়ে ওঠে এক বিশেষ স্থান। গানের শুরুটা করেন রুক্মিণী মৈত্র, তবে মাইক হাতে পেতেই কুণাল ঘোষ তাঁর গায়কীর মাধ্যমে সকলের নজর কাড়েন। প্রথমে রুক্মিণী শ্রীচৈতন্য দেবের মতো করে হাত নেড়ে গান গাওয়ার চেষ্টা করলেও কুণালের চড়া গলার কাছে ধীরে ধীরে সুর হারিয়ে ফেলেন। কিন্তু কুণাল ঘোষ, তাঁর অভিজ্ঞতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে গান চালিয়ে যান এবং মঞ্চ মাতিয়ে দেন। শেষপর্যন্ত, রুক্মিণী আবার গানে ফিরে এসে একসঙ্গে দারুণভাবে গানটি শেষ করেন।
ভজ গৌরাঙ্গ..
যাঁরা এখনও ‘বিনোদিনী’ দেখেননি, হলে গিয়ে দেখে আসুন। @RukminiMaitra , পরিচালক রামকমল ও টিম সত্যিই ভালো কাজ করেছে। আজ পরেশ পালের সুভাষ মেলার সমাপ্তি অনুষ্ঠানে দেখা হয়েছিল রুক্মিনীর সঙ্গে। pic.twitter.com/5l31QbftdD— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 23, 2025
কুণাল ঘোষ (Kunal Ghosh)তাঁর এক্স হ্যান্ডেলে সেই অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘ভজ গৌরাঙ্গ.. যাঁরা এখনও ‘বিনোদিনী’ দেখেননি, হলে গিয়ে দেখে আসুন। পরিচালক রামকমল ও টিম সত্যিই ভালো কাজ করেছে। আজ পরেশ পালের সুভাষ মেলার সমাপ্তি অনুষ্ঠানে দেখা হয়েছিল রুক্মিণীর সঙ্গে।’
কুণালের (Kunal Ghosh) এই পোস্টে অনেক নেটিজেন মন্তব্য করতে ছাড়েননি। একজন নেটিজেন লিখেছেন, ‘গৌরাঙ্গের নাম অপবিত্র করে দিল চোর কুনাল। আরও বড় কিছু দাঁও মারার ইচ্ছা আছে।’ আবার অনেকেই কুণালের গায়কীর প্রশংসা করেছেন এবং তাঁকে উৎসাহ দিয়েছেন।
প্রসঙ্গত, ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’ ছবিটি ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে। ছবিটি ইতিমধ্যেই দর্শক মহলে প্রশংসিত হয়েছে। পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ (Binodini Ekti Natir Upakhyan) ছবির কাহিনীটি এক ঐতিহাসিক নারী চরিত্র বিনোদিনীর জীবন অবলম্বনে রচিত। বিনোদিনী ছিলেন একজন নৃত্যশিল্পী এবং অভিনেত্রী। বিনোদিনী ঐতিহাসিক কালের সমাজে একটি বিশেষ স্থান অধিকার করেছিলেন। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) । গুরমুখ রাই চরিত্রে মীর আফসার আলি, কুমার চরিত্রে ওম সাহানি, গিরিশ চন্দ্র ঘোষ চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়, রাঙা বাবু চরিত্রে রাহুল বসু, এবং রামকৃষ্ণদেব চরিত্রে চন্দন রায় সান্যাল অভিনয় করেছেন।