‘বহুরূপী’ ছবির রিভিউ দিতে গিয়ে বামেদের কটাক্ষ কুণালের! পাল্টা প্রতিক্রিয়া অরিত্র’র

bohurupi---kunal-ghosh

এবার পুজো জমজমাট হয়েছে সব সিনেপ্রমীদের জন্য, কারণ তিনটি বাংলা ছবি মুক্তি পেয়েছে বড় পর্দায়। দেব-সৃজিতের বহুচর্চিত ছবি ‘টেক্কা’ (Tekka) , শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘বহুরূপী’(Bohurupi) এবং মিঠুন-সোহম-দেবশ্রীর ‘শাস্ত্রী’ (Shastri)। এই তিনটি ছবি বক্স-অফিসে রমরমিয়ে চলছে। তবে এই তিনটি ছবির মধ্যে এখনও অবধি সবচেয়ে বেশী সাফল্য পেয়েছে শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘বহুরূপী’ (Bohurupi) ছবি। এবার সমাজ মাধ্যেমে ‘বহুরূপী’ (Bohurupi) ছবির রিভিউ দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh), পাশাপাশি কটাক্ষ করলেন বামেদের।

কুণাল ঘোষ (Kunal Ghosh) বামেদের খোঁচা দিয়ে লেখেন, ‘বহুরূপী দেখুন। পর্দায় শিবপ্রসাদকে। আর ফেসবুকে বাম, অতি বামকে। দুরন্ত বিনোদন।’ তৃণমূল নেতার এই পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল হইচই শুরু হয়েছে। পোস্টে একজন কমেন্ট করেছেন ‘যাইহোক না কেন…আপনাকে কেউই ‘টেক্কা’ দিতে পারবে না’। আরেকজন লেখেন, ‘বাম চিন্তায় মাথা ব্যাথা? বাম লাগান’।

   

অন্যদিকে আবার কুণাল ঘোষের (Kunal Ghosh) এই পোস্টকে শেয়ার করে অরিত্র দত্ত বণিক লেখেন, ‘বাংলা ছায়াছবি বহুরূপী আগেই দেখেছি, দারুণ সিনেমা। কিন্তু এবারে KG র রেকমেন্ডেশানে পরের বহুরূপীটা দেখবো- ফেসবুকের বাম ও অতিবাম’। অরিত্র দত্তের সেই পোস্টের কমেন্টে অনেকেই কুণাল ঘোষকে (Kunal Ghosh) কটাক্ষ করেন।

উল্লেখ্য, ‘বহুরূপী’ (Bohurupi) ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-২০০৫-এর সময় জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার উপর নির্ভর করেই গল্প সাজানো হয়েছে। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশনি মুখোপাধ্যায়কে। আবির কে দেখা গিয়েছে পুলিশের চরিত্রে, ঋতাভরী আবিরের স্ত্রী চরিত্রে, শিবপ্রসাদকে দেখা গিয়েছে ডাকাতের ভূমিকায়। প্রথম সপ্তাহে ‘বহুরূপী’ (Bohurupi) ছবি আয় করেছে ৩ কোটি। অন্যদিকে দেব-সৃজিতের ছবি ‘টেক্কা’ (Tekka) আয় করেছে ২.৫ কোটি। ‘শাস্ত্রী’(Shastri) ৮০ লক্ষ।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন