HomeEntertainmentKumar Sanu: নতুন গানের রেকর্ডিংয়ে ব্যস্ত কুমার শানু, প্রকাশ্যে ভিডিও

Kumar Sanu: নতুন গানের রেকর্ডিংয়ে ব্যস্ত কুমার শানু, প্রকাশ্যে ভিডিও

- Advertisement -

ভারতীয় সঙ্গীত জগতের এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র কুমার শানু (Kumar Sanu)। ১৯৮০ দশকের পর থেকে তাঁর গানে বেঁচে থাকার রসদ খুঁজে নিয়েছে গোটা একটা প্রজন্ম। হিন্দি থেকে শুরু করে বাংলা পাশাপাশি তামিল বহুভাষাতেই সাবলীলভাবে গান করেছেন তিনি। আপনি সেই কারণেই মাত্র একদিনে ২৫ টি গান রেকর্ড করার মতো ক্ষমতা শুধু মাত্র তাঁরই রয়েছে।

পাশাপাশি পেয়েছেন একের পর এক পুরস্কার। আশির দশকের শেষ কিংবা ৯০ দশকের শুরু তাঁর গান আজও নতুন প্রজন্মের কাছে ঠিক একই রকম প্রিয়। তবে এই খ্যাতি রাতারাতি আসেনি তার জন্য লেগেছে কঠোর পরিশ্রম। তাই বর্তমানে দেশের অন্যতম গায়ক হিসেবে তা স্থান সবার উপরেই।

   

বলিউডের অন্যতম সংগীত পরিচালক আনন্দজি এবং কল্যাণজির হাত ধরে সংগীতের জগতে পা রেখেছিলেন তিনি। তবে তার আগে থেকেই প্রতিভা ছিল, সেই কারণেই কলকাতার অলিতে গলিতে গান করে পয়সা উপার্জন করতেন তিনি। একটা সময় কুমার শানু এবং আলকা ইয়াগনিকের জুটি ছিল সর্বকালের সেরা তাঁদের গান এখনো পর্যন্ত চিরযৌবন। তবে সঙ্গে জগতের পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমেও সমানভাবে সক্রিয় তারই কিছু ঝলক মাঝেমধ্যে উঠে আসে গায়কের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Kumar Sanu (@kumarsanuofficial)

সম্প্রতি ঠিক সেই রকম একটি ভিডিও প্রকাশ এসেছে তিনি তাঁর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই ভক্তদের সাথে শেয়ার করেছেন একটি গানের রেকর্ডিং ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে কুমার শানু কানে হেডফোন লাগিয়ে সাবলীল ভাবে এগিয়ে চলেছেন “মুঝে পাগল কর দিয়া হ্যায়”। আর যা স্বাভাবিকভাবেই শানু প্রেমীদের কাছে হাতে চাঁদ পাওয়ার থেকে কম কিছু নয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular