HomeEntertainmentKoyel Mallick: স্যুট পড়ে হালকা মেজাজে লাবণ্যময়ী হয়ে উঠেছেন রঞ্জিতকন্যা

Koyel Mallick: স্যুট পড়ে হালকা মেজাজে লাবণ্যময়ী হয়ে উঠেছেন রঞ্জিতকন্যা

- Advertisement -

টলিউডের অন্যতম অভিনেত্রী কোয়েল মল্লিক(koyel Mallick) এখন ব্যস্ত অন্য মুডে। অভিনেত্রীকে বিগত বেশ কিছুদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে তিনি রয়েছেন রুপোলি পর্দার থেকে বেশ কিছু দূরে। কখনো তিনি করছেন ফটোশ্যুট, কখনো আবার তিনি মগ্ন জিমে। বর্তমানে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষিত হতে।

https://www.instagram.com/p/CkVPc8RuL1L/?igshid=MDJmNzVkMjY=

   

 ইতিমধ্যেই অভিনেত্রী ইনস্টাগ্ৰাম অ্যাকাউন্টে চোখ পড়লে দেখতে পাওয়া যাবে সদ্য হয়ে যাওয়া মেটার একটি ইভেন্টে হাজির ছিল স্বয়ং অভিনেত্রী। আর ইভেন্টে যাওয়ার জন্য অভিনেত্রী তৈরি হয়েছিল বিশেষ পোশাকে। আর এত বড় ইভেন্টে অভিনেত্রী কোন ফটোশ্যুট করবে না তা হতেই পারে না। 

এই ইভেন্টে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে তার পরনে রয়েছে সাদা-নীলে ওয়েস্টার্ন শুট সঙ্গে হালকা মেকআপ ও খোলা চুল। এই লুকিয়ে অভিনেত্রী হয়ে উঠেছে লাবণ্যময়ী। অভিনেত্রী সাজ পোশাকে ধরন দেখে বোঝা যায়, স্বভাবে অভিনেত্রী একটু ঢাকা পোষাক পড়লেই তার মধ্যেও কোয়েল স্টাইল স্টেটমেন্ট এ পারদর্শী হয়ে থাকেন। অভিনেত্রীর এই ফটোগুলি ইনস্টাগ্রামে পোস্ট হওয়া মাত্রই রাতারাতি ভাইরাল হয়ে পড়ে নেটিজেনদের মধ্যে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular