Koyel malick: এবছর জন্মদিনে ছেলে কবীরের থেকে সেরা গিফট পেল কোয়েল

Koyel malick

কেক, মোমবাতি, হ্যাপি বার্থ-ডে গান, সঙ্গে হরেক উপহার নিয়ে আজ কোয়েলের (Koyel malick) জন্মদিন। ছোটবেলা থেকেই জন্মদিনটা খুব স্পেশ্যাল কোয়েলের কাছে। এই দিনটা বাড়ির মানুষদের সঙ্গেই কাটান তিনি। এবারও তার অন্যথা হল না। তবে যেটা নতুন প্রাপ্তি তা হলে, ছেলের বার্থ-ডে উইশ-‘হ্যাপি বার্থ ডে মাম্মা’।

তীব্র গরমে বদল বাংলা ধারাবাহিকে

   

বৃহস্পতিবার ৪০-এ পা দিলেন কোয়েল মল্লিক। তবে এ বারের জন্মদিনের সবচেয়ে বড় উপহার এসেছে ছেলে কবীরের কাছ থেকে। কোয়েল বললেন, ‘সকাল থেকেই কবীর জন্মদিন কথাটা শুনে নিজকে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছিল। বলছিল, ‘হ্যাপি বার্থডে কবীর’।আমার শ্বশুরমশাই ওকে আজ শেখালেন আজ ওর মায়ের জন্মদিন”। উচ্ছ্বসিত কোয়েলের কণ্ঠ। ‘হেমলক সোসাইটি’- র নায়িকা বললেন “ওই যে কবীর বলে উঠল না ‘হ্যাপি বার্থডে মাম্মমা! আমার জন্মদিন হয়ে গেল’।

লিভ-ইন এই সম্পর্কের ইতি

জন্মদিনের প্ল্যান নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আমি তো বরাবর পরিবারকে নিয়ে জন্মদিন কাটাই।এ বারও তাই। সকালে বাবা-মায়ের কাছে ঘুরে এসেছি। দুপুরটা আমার আর রানের। রাতে আমাদের বাড়িতে আবার বাবা-মা আসবেন।একসঙ্গে খাওয়া হবে। আজ কোনও ডায়েট নেই।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন