লুক নিয়ে ফের এক্সপেরিমেন্ট কৌশানির, পুজোয় আসছে ‘ঝিমলি’

প্রকাশ্যে এল ‘বহুরূপী’ (Bohurupi) চলচ্চিত্রে কৌশানি মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) চরিত্রের প্রথম পোস্টার। এই ছবিতে ঝিমলি চরিত্রে অভিনয় করেছেন তিনি। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল ‘বহুরূপী’ চলচ্চিত্রে…

Bohurupi Photoshoot

প্রকাশ্যে এল ‘বহুরূপী’ (Bohurupi) চলচ্চিত্রে কৌশানি মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) চরিত্রের প্রথম পোস্টার। এই ছবিতে ঝিমলি চরিত্রে অভিনয় করেছেন তিনি। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল ‘বহুরূপী’ চলচ্চিত্রে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) পোস্টার। এবার কৌশানির লুক প্রকাশ করে চমকে দিলনা নির্মাতারা। নন্দিতা রায় (Nandita Ray) এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibaprasad Mukherjee) পরিচালিত ‘বহুরূপী’ মুক্তি পাচ্ছে ২০২৪ সালে দুর্গা পুজোয় ।

পোস্টারটিতে খোঁপা করে আছেন কৌশানি (Koushani Mukherjee)। তাঁর কপালে রয়েছে চন্দন এবং নাকে নোলক। খোঁপাতে রেখেছেন বনপলাশ। হলুদ রঙের একটি শাড়িতে দেখা যাচ্ছে তাঁকে। পোস্টারে হাসতে দেখা যাচ্ছে তাঁকে। এই চরিত্রটিও কৌশানি অভিনীত আবার প্রলয়য়ের (Abar Proloy) মোহিনী মায়ের মতো একটি ডিগ্ল্যাম চরিত্র। প্রসঙ্গত টলিউডের অভিনেত্রীরা প্রায়শই তাঁদের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন, এবার সেই তালিকায় যোগ হল কৌশানি মুখোপাধ্যায়ের নাম। এর আগে ঋতাভরীর (Ritabhari Chakraborty)পরী চরিত্র এবং আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) এসআই সুমন্ত ঘোষালের পোস্টার প্রকাশ করেছে নির্মাতারা।

   
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

গত বছর ‘রক্তবীজ’ চলচ্চিত্র দিয়ে থ্রিলার ঘরানায় প্রবেশ করেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সত্য ঘটনা অবলম্বনে তৈরী ছবিটি বিপুল সাফল্য পেয়েছিল বক্স অফিসে। এবছরও ‘বহুরূপী’ একটি থ্রিলার ঘরানার ছবি। এই ছবিতে কৌশানির স্বামীর ভূমিকায় অভিনয় করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

উত্তমকুমারের নাটকে কীভাবে এলেন সাবিত্রী? ফাঁস করলেন রহস্য

বহুরূপীর শুটিং শেষ করার পর একটি পোস্ট করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় তিনি লিখেছিলেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন, “বহুরূপী। ২০১২ সালের ভাবনা। ১২ বছরের অপেক্ষা। অবশেষে শুটিং শেষ হল। ৩২ দিনের শুটিং, ৭৮ টি লোকেশন, ইউনিট মেম্বারদের অক্লান্ত পরিশ্রম। কখনও ঝড়, কখনও বৃষ্টি, কখনও ৪৫ ডিগ্রি টেম্পারেচার, সব কিছু মাথায় নিয়ে তারা কাজ করেছে। ছিল অ্যাক্সিডেন্ট, তার পর অপেক্ষা, তার পর ফিরে আসা। সব কিছু সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় আর মা অন্নপূর্ণার আশীর্বাদে। দেখা হবে পুজোতে, বড়পর্দায়। চেষ্টা করব আপনাদের মন ভরাতে।”