HomeEntertainmentKoushani Mukherjee: বিয়ে তো দুরস্ত, নায়িকার নাকি শৈশবই কাটছে না!

Koushani Mukherjee: বিয়ে তো দুরস্ত, নায়িকার নাকি শৈশবই কাটছে না!

- Advertisement -

Koushani Mukherjee: ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবীরা সবাই একে একে সেরে ফেলছেন বিয়ে। ২০২৩ সালের শেষ থেকেই টলিপাড়ায় অনবরত বেজে চলেছে সানাই। এদিকে দীর্ঘদিনের প্রেমিক-প্রেমিকা বনি-কৌশানী কবে যে ছাদনাতলায় বসবেন। সে চিন্তা কিছুতেই পিছু ছাড়ছে না ভক্তদের। প্রায়শই তো একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা যায় দুজনকে। তাহলে (Koushani Mukherjee) বিয়েটা করছেন কবে?

ফ্যানেদের এমনই প্রশ্নে অবশেষে উত্তর দিলেন কৌশানী। আস্ত একটা অন্যরকম ভিডিও শেয়ার করে নায়িকা লিখলেন, “এ দিকে সবাই বিয়ে করে সন্তান লালন-পালন করছে। অন্য দিকে আমার শৈশব কাটতেই চাইছে না। মন থেকে এখনও ছোট থাকতে পেরে খুশি।” আসলে এদিন ট্রাম্পলিন পার্কে বন্ধুর সঙ্গে খেলতে গিয়েছিলেন নায়িকা। সেখানেই নায়িকাকে দেখা গেছে, ছোটদের মতো স্লিপ গড়িয়ে নীচে নামতে। লাফিয়ে লাফিয়ে বাস্কেট বল খেলতে। আরও কত কি। বিয়ের চিন্তা ভুলে এদিন উত্তাল আনন্দে গা ভাসিয়েছিলেন। সুন্দরী নায়িকা কৌশানী মুখার্জি।

   

উল্লেখ্য, আপাতত এখন নিজেদের কাজেই ফোকাস করে রেখেছেন বনি সেনগুপ্তা ও কৌশানী মুখার্জি। একের পর কমার্শিয়াল ছবিতে নজর কাড়ছেন ডাল বাটি চুরমা জুটি। বরাবরই জুটি বেঁধে কাজ করেন দুজনে। তাই তো আরও একটা নতুন ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে বনি ও কৌশানী মুখার্জিকে। শোনা যাচ্ছে, সে ছবির জন্য প্রস্তুতি পর্ব এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই সামনে আসবে তাঁদের এই নতুন প্রজেক্টের নাম।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Koushani (@myself_koushani)

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular