আইআইটির মর্মান্তিক ঘটনা স্মৃতিচারণ করে বিস্ফোরক মন্তব্য ‘জীতু ভাইয়া’র

   সম্প্রতি মুক্তি পেয়েছি নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কোটা ফ্যাক্টরি’ (Kota Factory)। সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার (Jitendra Kumar)। এই সিরিজে তুলে ধরা…

  

সম্প্রতি মুক্তি পেয়েছি নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কোটা ফ্যাক্টরি’ (Kota Factory)। সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার (Jitendra Kumar)। এই সিরিজে তুলে ধরা হয়েছে আইআইটির জন্য প্রস্তুতি নেওয়া কোটার বাসিন্দা পড়ুয়াদের জীবন। বিভিন্ন বিষয়ের মধ্যে তুলে ধরা হয়েছে ছাত্র-ছাত্রী আত্মহত্যার বিষয়টিরও। ‘কোটা ফ্যাক্টরি’ এর কাহিনীর সঙ্গে সাদৃশ্য রয়েছে জিতেন্দ্রর বাস্তব জীবনের। তিনিও কোটাতে প্রস্তুতি নিয়ে, পরীক্ষায় উত্তীর্ন হয়ে পড়তে গিয়েছিলেন খড়গপুরের আইআইটিতে (IIT Kharagpur)। সম্প্রতি একটি সাক্ষাকারে তার ছাত্রমৃত্যুর বিষয়টির ওপর আলোকপাত করেন তিনি এবং জানান যে অতিরিক্ত চাপাচাপির কারণেই এই ঘটনাগুলি ঘটছে।

জিতেন্দ্র (Jitendra Kumar) একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমাদের অনেক বদল আনতে হবে। আমাদের ভাবতে হবে কিভাবে আমাদের নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা পরবর্তী প্রজন্মকে সাহায্য করতে পারি। আমাদেরকেও সংগ্রাম করতে হয়েছে, কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, সেগুলি থেকে শিক্ষা নিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে বুঝতে হবে।” তিনি আরও যোগ করে বলেন, “এমন কিছু দিন আসে যেদিন পড়ুয়াদের হয়তো পড়তে বা ক্লাসে যেতে ইচ্ছে করবে না। সেটা আমাদের মেনে নিতে হবে। আমাদের ভাবলে হবে না যে আমরা পেরেছি, ওরা পারবে না কেন ? এই প্রজন্মের ভেদাভেদ ভুলে এগিয়ে আসতে হবে তবেই সমাজ আরও শক্তিশালী হবে। “

   

ছাত্রমৃত্যু নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে জীতু জানান, “শুধু কোটা নয়, আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) এমন ঘটনা আমি নিজের চোখে দেখেছি। আমার কিছু জুনিয়রকে চরম পন্থা অবলম্বন করতেও দেখেছি। এটা খুবই দুঃখজনক। আমি এদের অনেকজনকেই চিনতাম। এদের কয়েকজনের চরম পন্থা অবলম্বের কারণ এতটাই অদ্ভুত যে আপনাদের অবাক করে দেবে। খড়্গপুর আইআইটিতে একটি ছেলে ভর্তি হয় যার স্বপ্ন ছিল আইআইটি দিল্লিতে (IIT Delhi) পড়ার তবে যেহেতু তালিকার প্রথম দিকের স্থানাধিকারীদের মধ্যে সে ছিল না, তাই খড়্গপুরে ভর্তি হতে হয় তাকে। তবে তার ধারণা ছিল সমাজ তার থেকে অনেক বেশি কিছু প্রত্যাশা করে। ফলে, প্রথম দিনই সে আত্মহত্যা করে। এই প্রত্যাশা পূরণের জন্য তিনি কী ধরনের চাপের মধ্যে ছিলেন তা কল্পনা করুন। এবং কি ঘটেছে? এর ফল হল মর্মান্তিক। “

ভোট মিটতেই পর্দায় ফিরছেন কঙ্গনা? জেনে নিন ‘ইমারজেন্সি’র মুক্তির তারিখ

জিতেন্দ্র জানিয়েছেন যে এই ঘটনার পর কিছু পদক্ষেপ নেয় আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। এর আগে ছেলে মেয়েদের আড্ডা দেওয়ার কোনও জায়গা ছিল না। শিক্ষার্থীরা প্রায়ই ক্লাসের পরে কম্পিউটারের সামনে বসে থাকত। তবে এই ঘটনার পর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় রাত ৮টা থেকে ১০টার মধ্যে বিদ্যুৎ সংযোগ থাকবে না। এইভাবে প্রত্যেক শিক্ষার্থীকে তাদের কক্ষ থেকে বেরিয়ে অন্য শিক্ষার্থীদের সঙ্গে মিশতে বাধ্য করা হয়। তাঁর কথায়, “আমি মনে করি আমরা সেই স্তরে পৌঁছেছি যেখানে তরুণদের জীবন বাঁচাতে সাহায্য করার জন্য কোনও পদক্ষেপ নেওয়া সত্যিই গুরুত্বপূর্ণ।”

জিতেন্দ্র কুমার অভিনীত ‘কোটা ফ্যাক্টরি’ এর তৃতীয় সিজেন মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে । অভিনেতাকে ‘পঞ্চায়েত’ এর তৃতীয় সিজিনে দেখা গিয়েছিল, যা বর্তমানে প্রাইম ভিডিওতে রয়েছে।