‘প্রাপ্ত বয়স্কদের বিষয়বস্ত পড়তে দিয়েছেন মা’- অকপট অপর্ণা সেনের কন্যা Kankana Sen

Kankana Sen

Kankana Sen: “আমি অপর্ণা সেনের মেয়ে হওয়ার জন্য চিরকালই গর্বিত। তবে একইসঙ্গে সচেতন ছিলাম, দর্শকদের আমার কাছে আরও অনেক প্রত্যাশা থাকবে। কারণ আমি আমার মায়ের মেয়ে। এটা নিয়ে চিরকালই ভীষণ গর্ব হয়। তবে মায়ের সঙ্গে নিজেকে কখনওই তুলনা করিনি, এমন কোনও চিন্তাও কখনও মাথায় আসেনি। প্রায়ই সাংবাদিকরা আমার সঙ্গে আমার মায়ের সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন করেন। আমি বলব, একজন পরিচালক আসলে মায়ের মতোই। কারণ, একজন পরিচালক ও মা দুজনেই তৈরি করেন, লালন-পালন করেন, শৃঙ্খলাবদ্ধ হন, কারণ তিনিই যে ইউনিটের প্রধান। তাই বিষয়টা অনেকক্ষেত্রে একই।”

ছোটবেলাতেই হয়ে যায় বাবা-মায়ের বিচ্ছেদ। বাবাকে ছেড়ে পরিচালক মায়ের সঙ্গে কীভাবে দিন কেটেছে কঙ্কনার। এমনই প্ৰশ্ন ছিল এদিন অপর্ণা সেন কন্যা কঙ্কনা সেনের কাছে। তারই উত্তরে উদ্ধৃতিটি বলেছেন রণবীরের বিখ্যাত ছবি ওয়েক আপ সিড-র নায়িকা। বললেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন থেকেই উনি ভীষণ বিখ্যাত ছিলেন। বিভিন্ন জায়গায় মায়ের সঙ্গে যেতাম, অনেক সময় মায়ের রক্ষক হয়ে উঠতাম।’

   

নায়িকার কথায়, বাবা-মায়ের বিবাহ-বিচ্ছেদ হলেও সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। মায়ের সঙ্গে বড় হলেও অন্যশহরে থাকা বাবার সঙ্গে দেখা করতে যেতেন নায়িকা। আগাগোড়াই বাবা মায়ের দুজনের সঙ্গেই সুন্দর সম্পর্ক অভিনেত্রীর (Kankana Sen)

এদিন কঙ্কনা (Kankana Sen) বললেন, ‘আমার বাবা-মা আমায় সবসময়ই ব্যক্তি হিসাবে আমায় স্বাধীনতা দিয়েছেন। আমি কোথায় যাচ্ছি , কখনও আসছি, কখন যাচ্ছি এবিষয়ে কখনওই মা হস্তক্ষেপ করেননি। মা আমাকে প্রাপ্ত বয়স্কদের বিষয়বস্ত থেকে শুরু করে সবকিছুই পড়তে, লিখতে দিয়েছেন। এতে কোনও সেন্সরশিপ ছিল না। কারণ, মাও শিক্ষিত কর্মজীবী মহিলাদের মধ্যে একজন। তিনি বিয়ে করেছেন, দেরিতে সন্তান এসেছে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন