Maidan: ভারতীয় ফুটবলের সোনালী অধ্যায় তুলে ধরতে রূপোলী পর্দায় কলকাতা ‘ময়দান’

শহরের আপামর ক্রীড়াপ্রেমীদের কাছে অত্যন্ত পছন্দের স্থান কলকাতা ময়দান (Kolkata’s ‘Maidan’)। যেখানে বছরের পর বছর ধরে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি হকির মতো জনপ্রিয় খেলা গুলিকে আঁকড়ে থাকে বহু মানুষ

Ajay Devgn in Maidan Movie Poster

শহরের আপামর ক্রীড়াপ্রেমীদের কাছে অত্যন্ত পছন্দের স্থান কলকাতা ময়দান (Kolkata’s ‘Maidan’)। যেখানে বছরের পর বছর ধরে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি হকির মতো জনপ্রিয় খেলা গুলিকে আঁকড়ে থাকে বহু মানুষ। এবার সেই কলকাতা ময়দানের গল্পই এবার উঠে আসতে চলেছে রূপোলী পর্দায়। যেখানে তুলে ধরা হবে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের কথা। যার মূলে ছিলেন কোচ সৈয়দ আব্দুল রহিম। এনার হাত ধরেই একটা সময় উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছিল ভারতীয় ফুটবল।

সময়টা তখন ১৯৫২ সাল। এই সময় থেকেই ধীরে ধীরে এক অন্যমাত্রা নিতে শুরু করেছিল দেশীয় ফুটবল। যা সময়ের সাথে সাথে হয়ে উঠেছিল গোটা এশিয়ার শ্রেষ্ঠ দল। এই যুগ কে অনেকে স্বর্ণ যুগ ও বলে থাকেন। কারন সেই সময় দেশের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল তুলসীদাস বলরাম, পিকে ব্যানার্জী, চুনী গোস্বামী ও অরুন ঘোষের মতো বহু বাঙালি ফুটবলার। এমনকি এশিয়ান গেমস থেকে ভারত স্বর্নপদক লাভ করেছিল ঠিক এইসময়েই। পাশাপাশি অলিম্পিকের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে ও সকলকে চমকে দিয়েছিল ভারতীয় ব্রিগেড।

   

গোটা বিশ্বের সামনে ভারতীয় দলের সেই অনবদ্য লড়াই আজ বাঙালি তথা গোটা দেশের মানুষের সম্পদ। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে তা অনেকের কাছেই অজানা। চিন্তা নেই, এবার সেই ইতিহাস কে সকলের সামনে তুলে ধরতেই রূপোলী পর্দায় আসতে চলেছে “ময়দান”। যার ডিরেক্টর অমিত রবীন্দ্রনাথ শর্মা। সেইসাথে প্রযোজনায় থাকছেন বনি কাপুর। জানা গিয়েছে, এই সিনেমায় অন্যতম প্রধান চরিত্র সৈয়দ আব্দুল রহিমের ভূমিকায় ধরা দেবেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন। পাশাপাশি অরুন ঘোষের ভূমিকায় দেখা যাবে আমান মুন্সী কে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩শে জুন মুক্তি পেতে চলেছে এই “ময়দান”। তার আগে আজ প্রকাশ্যে আসল সিনেমাটির টিজার।