শহর কলকাতার তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই। ডাক্তারের কড়া পরামর্শ, ‘খুব প্রয়োজন ছাড়া বাইরে বার হবেন না। যতটা পারবেন দিনের বেলায় ঘরের মধ্যে থাকার চেষ্ঠা করুন’। তাইতে বদলে গিয়েছে বাংলা ধারাবাহিকের সময়, চিত্রনাট্য সহ সেটের (shooting) ব্যবস্থা।
লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় শহরের তাপমাত্রার কথা মাথায় রেখে, বদলে ফেলেছেন ‘ধুলিকনা’, ‘খড়কুটো’, ‘গুড্ডি’ ধারাবাহিকের চিত্রনাট্য। গল্পের যেখানে আউটডোর শ্যুট করার কথা ছিল, তা পরিবর্তন করে গল্প এমন করে বোঁনা হয়েছে যাতে শ্যুটিং ইনডোরেই হয়।
একাই দেখভাল করবেন সন্তানের এবার ‘সিঙ্গেল মাদার’ ঋতুপর্না
তবে কিছু কিছু সিরিয়াল-এ চাইলেও সব শ্যুট ইনডোরে করা সম্ভব নয়। তালিকায় রয়েছে, ‘উমা’, ‘উড়নতুবড়ি’। তবে এই ধারাবাহিকের সেট গুলিতে করা হয়েছে অন্যরকম ব্যবস্থা। যেমন সবসময় স্ট্যান্ড বাই রাখা হয়েছে ডাক্তার। অভিনেতা-অভিনেত্রীদের জন্য রয়েছে এনার্জি ডিঙ্কস। সেই সঙ্গে ঠান্ডা জল, ফল, নরম তোয়ালে আর বাড়ানো হয়েছে এসি এবং ফ্যানের সংখ্যাও।
রুদ্রিকের সম্পর্কে অজানা তথ্য ফাঁস করতে চলেছেন অভিনেতার মা
তবে সবথেকে সমস্যায় পড়েছেন মেকআপ অ্যার্টিস্টরা। এই গরমে বাইরে যেতে না যেতেই গলতে শুরু করেছে অভিনেতা-অভিনেত্রীদের মেকআপ। তাই রূপসজ্জার লোকেদের কথা মাথায় রেখে এগিয়ে নিয়ে আসা হয়েছে কল টাইম। যাতে আউটডোর সিন গুলি সকাল সকাল সেরে ফেলা যায়।