Home Entertainment একসঙ্গে 5 জনের সঙ্গে প্রেম করছেন Orry!

একসঙ্গে 5 জনের সঙ্গে প্রেম করছেন Orry!

Orry

Orry: দীপিকা পাড়ুকোন থেকে জিনাত আমান সহ অনেক বলিউড তারকাই করণ জোহরের বিখ্যাত টক শো কফি উইথ করণ সিজন ৮-এ অংশ নিয়েছিলেন। হোস্ট করণের সাথে কফির আড্ডায় বসে তারকারা তাদের ব্যক্তিগত এবং পেশাদার জীবন নিয়ে আলোচনা করেছেন জনসম্মুখেই। এবার দোরগোড়ায় শোটির সমাপ্তি পর্ব। তাই ধামাকা দিতে হাজির হবেন অরি ওরফে ওরহান অবতারমণি, তন্ময় ভাট, ড্যানিশ সাইত, সুমুখী সুরেশ এবং কুশা কপিলা। এদিন শোতে অরি তার ডেটিং লাইফ নিয়ে খোলামেলা এমন কিছু কথা বলেছেন। যা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না।

Advertisements

কথোপকথন শুরু হয়েছিল যখন করণ জোহর অরিকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কারও সাথে ডেটিং করছেন কিনা। উত্তরে এর অরি বলেন, আমাকে প্রায়ই এই প্রশ্ন করা হয়। শেষবার আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি বলেছিলাম আমি একজন পুরানো দিনের লোক। পুরোনো ধ্যানধারণায় অভ্যস্ত। আমি কারও সঙ্গে ডেট করছি না। একেবারে খুব ধনী কাউকে বিয়ে করে আরামে জীবন কাটাবো।’এরপর অবশ্য অরি স্বীকার করেন যে তিনি (Orry) একসঙ্গে ৫ জনের সঙ্গে ডেট করছেন।

   

বিয়ের বিষয়ে আরও কথা বলতে গিয়ে সেনসেশন বলেন, তিনি এখনই বিয়ে করতে চান না। একবার বিয়ে করলে, ঠকাতে পারবেন না আর। তাই এফেয়ার চালাতে হলে বিয়ের আগেই তা করতে হবে।

উল্লেখ্য, অরিকে প্রায়শই বলিউড পার্টিতে দেখা যায়। সারা আলি খান, জাহ্নবী কাপুর সহ অনেক তারকাদের সঙ্গে জমিয়ে পার্টি করেন তিনি। এর পাশাপাশি কিছুদিন আগে অরিকে রিয়েলিটি শো বিগ বস 17-এও দেখা গিয়েছিল। তবে কি এটি রাতের পার্টিতেই ওই কাছের ৫ মানুষের সঙ্গে আলাপ অরির! সে তথ্য তো অজানা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Karan Johar (@karanjohar)

Advertisements