ফের মা হলেন কোয়েল মল্লিক, পুত্র না কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী?

কলকাতা: বড়দিনের আগেই বড় খবর৷ ফের মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক৷ এর আগে পুত্র সন্তান ছিল তাঁর৷ এবার কোল আলো করে এল কন্য সন্তান৷ খুশির…

koel mallick welcomes baby girl

short-samachar

কলকাতা: বড়দিনের আগেই বড় খবর৷ ফের মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক৷ এর আগে পুত্র সন্তান ছিল তাঁর৷ এবার কোল আলো করে এল কন্য সন্তান৷ খুশির হাওয়া টলিউডে৷ আনন্দে ভাসছে মল্লিক ও রানে পরিবার৷ (koel mallick welcomes baby girl)

   

বড়দিনের আগেই এল সুখবর koel mallick welcomes baby girl

চলতি বছর পুজোয় প্রথম জানা যায়, ফের মা হচ্ছেন কোয়েল মল্লিক৷ সুখবরের জন্য অপেক্ষা করে ছিলেন তাঁর অনুরাগীরাও৷ তবে বড়দিনের আগেই এল সুখবর৷ মেয়ের মা হলেন পর্দার ‘মিতিন মাসি’। জানা গিয়েছে, মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন৷ 

লক্ষ্মী আসতেই উৎসবের মেজাজ koel mallick welcomes baby girl

বাড়িতে লক্ষ্মী আসতেই উৎসবের মেজাজ৷ খুশির হাওয়া টলিপাড়ায়। গত বছরই দ্বিতীয়বার বাবা হয়েছেন অভিনেতা জিৎ৷ কন্যার পর পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। এবার কোয়েলের কোল জুড়ে মেয়ের কলবর৷ সোশ্যাল মিডিয়ায় খুশির খবর শেয়ার করেন কোয়েল ও তাঁর স্বামী নিশপাল সিং রানে৷ তাঁদের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন জিৎ। কোয়েল ও তাঁর নবজাত সন্তানকে শুভেচ্ছা, ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনিও দুই সন্তানের মা৷ এক পুত্রের পর কন্যা সন্তানের মা হয়েছেন তিনিও৷

কবীরের জন্ম ২০২০ সালে

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনি লিখেছেন, “আমি খুব খুশি। কন্যাসন্তানের গর্বে গর্বিত মা-বাবাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর সদ্য যে পৃথিবীতে এসেছে, সেই সদ্যোজাত কন্যাকে এক রাশ ভালবাসা, আশীর্বাদ।” কোয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, প্রযোজক মহেন্দ্র সোনি, গায়িকা আকৃতি কক্কর, অভিনেত্রী ইশা সাহা, ঐন্দ্রিলা সেনরা৷ 

 

প্রায় সাত বছর রিলেশনশিপে থাকার পর ২০১৩ সালে নিশপাল সিং রানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রঞ্জিত-কন্যা৷ ২০২০ সালের ৫ মে, তাঁদের কোলে আসে পুত্র কবীর। ওই বছরই অষ্টমীর দিন ছেলের নাম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী৷ এবার বড়দিনের আগেই ফুটফুটে মেয়ের জন্ম দিলেন তিনি৷ 

 

Entertainment: Actress Koel Mallick welcomes a baby girl just before Christmas. The Mallick and Rane families are overjoyed. This is Koel’s second child, her first being a son. Joyous news for Tollywood.