সাদামাঠা সালোয়ার-কামিজে সাত সকালে কালীঘাট মন্দিরে কোয়েল, সঙ্গে কারা?

koel-mallick-kalighat-visit-with-her-husband-and-parents

বুধবারের সকালে কালীঘাট (Kalighat) চত্বর ছিল অত্যন্ত ব্যস্ত। এমনিতেই এই এলাকা বেশ জনবহুল। তবে আজ একটু আলাদা ছিল পরিবেশ। নিরাপত্তা ব্যবস্থা ছিল আগের চেয়ে আরও শক্তিশালী। জনগণের কৌতূহল ছিল আকাশছোঁয়া। কি কারণে আজ এত বেশি মানুষের ভিড়? উত্তরের জন্য তাদের অপেক্ষা করতে হয়নি। কারণ হঠাৎ করেই এক পরিচিত মুখ চলে এলেন কালীঘাটে। গায়ে সাদামাঠা সালোয়ার-কামিজ, খোলা চুল, এবং মুখে খানিক বিরক্তি—তিনিই ছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick)।

কোয়েল মল্লিক (Koel Mallick) একা আসেননি। তাঁর সঙ্গে ছিলেন স্বামী নিসপাল সিং রানেও এবং কোয়েলের বাবা-মা, রঞ্জিত মল্লিক। নিরাপত্তা ঘেরা পরিবেশের মধ্যে কোয়েল এবং তাঁর পরিবার কালীঘাটে পুজো দিতে আসেন। তবে আজকের দিনটি কিছুটা ভিন্ন ছিল, কারণ কোয়েল এই প্রথমবার মা হওয়ার পর সপরিবারে পুজো দিতে এসেছিলেন। তবে, একরত্তি সন্তানদের নিয়ে আসেননি তিনি। 

   
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

কিছু মাস আগে কোয়েল মল্লিক দ্বিতীয়বার মা হওয়ার স্বাদ উপভোগ করেছেন। তিনি এখন দুই সন্তানের মা, এবং তাঁর কথায়, “আমার বাবা-মায়ের অনেক ভাই-বোন ছিল। আমি তো বাবাকে বলি, ঠাকুমাকে প্রণাম। এখন আমার জীবনে দুই সন্তানের দায়িত্ব, আর আমি অনেক কিছু সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছি। তবে, এটা সত্যি যে মা হওয়ার পর জীবন আরও সুন্দর হয়ে উঠেছে। এখন আমি দারুণ সময় কাটাচ্ছি।”

কোয়েল (Koel Mallick) আরও জানান, তার প্রথম সন্তান কবীরের সাথে ছোট বোনের সম্পর্কও বেশ ভালো। কবীর তার ছোট বোনকে পুতুল মনে করে এবং বেশ খুশি মনে তাকে ভালোবাসে। হাসতে হাসতে কোয়েল বলেন, “কবীরের ইচ্ছা ছিল যে তার বোন হোক, সেই ইচ্ছা পূর্ণ হয়েছে।” বর্তমানে কোয়েল মল্লিক তার দুই সন্তানের সঙ্গে মাতৃত্বের পূর্ণ আনন্দ উপভোগ করছেন। অভিনেত্রী তার জীবন নিয়ে বেশ সন্তুষ্ট।

উল্লেখ্য অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koel Mallick) শেষ দেখা গিয়েছিলো ২০২৩ এ মুক্তি পাওয়া অরিন্দম শীল পরিচালিত “জঙ্গলে মিতিন মাসি” সিনেমাটিতে যেটি মৃতা সুচিত্রা ভট্ট্যাচার্যের লেখা উপন্যাস “সারান্দায় শয়তান” এর উপর ভিক্তি করে তৈরী। তবে, কন্যা সন্তান জন্ম দেওয়ার আগেই তিনি তিনটি ছবির কাজ শেষ করেছিলেন, “সোনার কেল্লায় যকের ধন”, “একটি খুনির সন্ধানে মিতিন”, “স্বার্থপর”। সিনেমাগুলি ২০২৫ এ মুক্তি পাবে বলে আশা করা যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন