বড় পর্দায় আবার একসঙ্গে কাজ করতে চলেছেন কোয়েল মল্লিক (Koel Mallick) ও তাঁর বাবা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। শুক্রবার শুরু হল ‘স্বার্থপর’ (Sharthopor) ছবির শুটিং। এই পারিবারিক ছবিতে অভিনয় করতে দেখা যাবে কৌশিক সেনকেও।
শুক্রবার সোশাল মিডিয়াতে একটি পোস্ট করা হয় কোয়েল মল্লিকের ফ্যান ক্লাবের তরফে। সেখানে জানানো হয় যে অভিনেত্রী ‘স্বার্থপর’ (Sharthopor)ছবির শুটিং শুরু করেছেন। সেই ছবিতে একটি ফুল আঁকা সালোয়ার কামিজ পড়তে দেখা যায় কোয়েলকে। তাঁর হাতে ছিল ‘স্বার্থপর’ ছবির স্ক্রিপ্ট। ছবির ক্যাপশনে লেখা হয়েছিল, “কোয়েল মল্লিক এবং ‘স্বার্থপর’ ছবির শুটিং আজ থেকে শুরু হল। ছবির গোটা টিম কে অনেক শুভেচ্ছা। “
View this post on Instagram
‘স্বার্থপর’ (Sharthopor) নামের এই ছবির শুটিংয়ের আগে একটি ফটোশুট করেছেন কোয়েল মল্লিক (Koel Mallick)। সেখানে একটি নীল লম্বা ফ্রক পরে আছেন তিনি। ফটোশুটে খোলা চুল রেখেছেন অভিনেত্রী। গলায় রয়েছে লম্বা হার। এই ফোটোশুটটি শেয়ার করেছে টলিউডের একটি চিত্রগ্রাহক সংস্থা।
বড় পর্দায় ফের মিলবে উত্তমকুমারকে দেখার সুযোগ! কীভাবে?
এই পারিবারিক ছবির পরিচালনা করছেন অন্নপূর্ণা বসু। ছবির প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস (Surinder Filns)। ছবির কাহিনী এবং চিত্রনাট্য লিখেছেন সদীপ ভট্টাচার্য। এই পারিবারিক ছবিতে কোয়েলের চরিত্রের নাম অপর্ণা। কোয়েলের দাদার চরিত্রে অভিনয় করছেন কৌশিক কেন (Kaushik Sen)। একজন উকিলের চরিত্রে রয়েছেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) । এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বান চক্রবর্তী (Anirban Chakrabarti)।
এই ছবির গল্পের কেন্দ্রে রয়েছে এক পরিবার। সেখানে দাদা এবং বোনের ভূমিকায় রয়েছেন কৌশিক সেন ও কোয়েল মল্লিক। সম্পত্তির ভাগাভাগি নিয়ে মামলা গড়ায় আদালতে। সেখানে কোয়েল অভিনীত অপর্ণার উকিল এবং মেন্টর হিসেবে দেখা যাবে রঞ্জিত মল্লিককে। অন্যদিকে কৌশিক সেনের উকিলের ভূমিকায় দেখা যাবে অনির্বান চক্রবর্তী। দীর্ঘদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অন্নপূর্ণা বসু। এই প্রথম ছবির পরিচালনা করতে চলেছেন তিনি।
এই মুহূর্তে বাংলা ছবিতে বাণিজ্যিকভাবে সবচেয়ে ভাল চলছে পারিবারিক ধারার ছবি। এই ধারাতে অভিনয় করতে পছন্দও করছেন কোয়েল মল্লিক । কোয়েল একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে যে ধরণের দৃষ্টিভঙ্গি থেকে ‘স্বার্থপর’ ছবির গল্প বলা হয়েছে, সেই ধরণের দৃষ্টিভঙ্গি থেকে দাদা এবং বোনের গল্প আগে বলা হয়নি বাংলা ছবিতে। ছবিটি মুক্তার অপেক্ষায় কোয়েল মল্লিকের অনুরাগীরা।