সব মানুষের জীবনেই কিছু না কিছু ডার্ক সিক্রেট থেকেই থাকে। আ র তারকাদের জীবনে তো এমন জিনিস অফুরান বলে মনে করে দর্শকমহল। বিশেষ করে সেই তারকা যদি সানি লিওনি (Sunny Leone) হন, তবে তো আর কথাই নেই।
অনুরাগীরা মনে করেন, বলিপাড়ায় সবচেয়ে ডার্টি সিক্রেট রয়েছে সানি লিওনের কাছে। তার পূর্ব জীবন থেকে শুরু করে ভবিষ্যত পরিকল্পনা, সবটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।
এক সাক্ষাৎকারে অকপটে তার জীবনের গোপন দিকগুলো খোলসা করেছিলেন নায়িকা। তিনি জানালেন, জীবনের প্রথম চুম্বন তার ১১ বছর বয়সে। ১৬ বছর বয়সে স্কুলের এক বাস্কেট বল খেলোয়াড়ের শয্যাসঙ্গিনী হন সানি। তবে তিনি যে নারী এবং পুরুষ উভয়কেই কামনা করেন, তা উপলব্ধি করেছিলেন ১৮ বছর বয়সে।
যৌবনের প্রারম্ভে সানির প্রেমিকাদের সংখ্যাও কম ছিল না। তার পর যখন নার্সিংয়ের জন্য পড়াশোনা করছিলেন সানি, স্বপ্ন দেখছিলেন সেবিকা হওয়ার, পর্ন-ছবিতে অভিনয়ের প্রস্তাব এল তার কাছে। আর তারপরেই বদলে গেল তার জীবন।
যৌনতাকে সঙ্গী করেই আজ ফেমাস তারকাদের দলে নাম শিখিয়েছেন সানি। এরপর বলিউডের অভিনয় জগতেও পা রাখলেন এক সময়। রিয়েলিটি শো’য়ের সঞ্চালনাও করছেন তিনি। বর্তমানে স্বামী, কন্যা এবং দুই পুত্র নিয়ে সুখে সংসার করছেন তারকা। মাঝেমাঝেই শিরোনামে উঠে আসেন সানি, তবে চর্চায় বিশেষ কান দেননা তিনি। নিজের খেয়াল খুশি মতোই জীবন অতিবাহিত করছেন এই ইউনিভার্সাল ডিভা।