বলিউডের অভিনেত্রী আথিয়া শেঠি (Athiya Shetty) ও ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul) শীঘ্রই বাবা-মা হতে চলেছেন। তারকা দম্পতির সুখী মুহূর্তের খবর এখন ব্যাপকভাবে শোনা যাচ্ছে। তাদের ভক্তরাও এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে এই বিশেষ মুহূর্তটির জন্য। আথিয়া ও রাহুলের তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে খুব উত্তেজিত।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি ভাইরাল হয়েছে। ছবিতে আথিয়া (Athiya Shetty) ও কেএল রাহুল (KL Rahul) তাদের বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। কেএল রাহুল তার গর্ভবতী স্ত্রী আথিয়াকে কোমর দিয়ে আদর করে ধরে আছেন। আথিয়া তার বেবি বাম্পে খুব খুশি দেখা যাচ্ছে।
ছবিতে সাদা-কালোয় টুইনিং হবু বাবা-মার। কালো ফুল স্লিভস টাইট টপ আর সাদা স্কার্টে দেখা মিলল আথিয়ার (Athiya Shetty) । রাহুলের (KL Rahul) পরনে ছিল সাদা প্যান্ট আর কালো চেক শার্ট। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বেবিস, হ্যাভিং আ বেবি’। ছবি গুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এবং ভক্তরা তাদের প্রতি প্রচুর শুভকামনা জানিয়েছেন। একজন ভক্ত লিখেছেন, “কেউ যেন খারাপ দৃষ্টিতে না পড়ে, তাদের সুখের জন্য প্রার্থনা করছি।”
আথিয়া (Athiya Shetty) ও কেএল রাহুলের (KL Rahul) বিয়ে হয়েছিল ২০২৩ সালের জানুয়ারিতে। বলিউড ও ক্রিকেট জগতের এই জনপ্রিয় দম্পতি তাদের বিয়ের প্রায় দুই বছর পর তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। গত নভেম্বর মাসে আথিয়া গর্ভাবস্থার খবর ঘোষণা করেন।
‘আমাকে ক্ষমা করে দাও…,’ ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে কেঁদে ফেললেন সেলিনা গোমেজ, পেলেন হুমকি!
আথিয়া (Athiya Shetty) ‘হিরো’সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন সুরাজ পাঞ্চোলি। এছাড়াও তিনি নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে ‘মতিচুর চকনাচুর’চলচ্চিত্রে অভিনয় করেছেন।