বলিউডের জনপ্রিয় কাপল সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani) নিজেদের জীবনের নতুন অধ্যায়ের ঘোষণা করেছেন। গত সোমবার তারকা দম্পতি ভক্তদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে এসেছেন। সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা শীঘ্রই নতুন বাবা-মা হতে চলেছেন। সন্তানের আগমনের সুখবর ঘোষণা করতেই পরিবারের পাশাপাশি সতীর্থ এবং ভক্তদের কাছ থেকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারা। তবে কিয়ারার অনুরাগীদের জন্য রয়েছে একটি দুঃখজনক খবর সামনে এসেছে।
ইন্ডাস্ট্রির কানাঘুষো অনুযায়ী, কিয়ারা আডবাণী (Kiara Advani) আপাতত অভিনয় থেকে বিরতি নেবেন এবং মাতৃত্বের সময় উপভোগ করবেন। এরই মধ্যে কিছু বড় খবর এসেছে, তিনি ফারহান আখতারের পরিচালিত ‘ডন ৩’ (Don 3) সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। যদিও কিয়ারা বা সিনেমা সংশ্লিষ্ট কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি। তবে পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, কিয়ারা বর্তমানে মাতৃত্বের আনন্দ উপভোগ করতে ব্যস্ত এবং ব্যক্তিগত জীবনই এখন তাঁর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গত বছর এক্সেল এন্টারটেইনমেন্ট কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে, ‘ডন ৩’ সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনয় করবেন। সেই পোস্টটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন কিয়ারা। সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ ছিল অত্যন্ত বেশি, বিশেষ করে রণবীর-কিয়ারার অন স্ক্রিন রসায়নের ব্যাপারে। তবে এখন প্রশ্ন উঠছে, কিয়ারা কি আর রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন না?
কিয়ারা আডবাণী (Kiara Advani) এবং সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) এই সুখবর শয়ের করেন একটি সুন্দর পোস্টের মাধ্যমে। ছবিতে তাদের সন্তানের ছোট্ট মোজা হাতে ধরে থাকা অবস্থায় দেখা যাচ্ছে। ছবির সঙ্গে তারা লিখেছেন, “আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। শীঘ্রই আসছে।” এই ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তাদের ভক্তরা এই সুখবরের জন্য তাদের শুভেচ্ছা জানাতে শুরু করেন।
View this post on Instagram
কিন্তু কবে তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটবে, সেই বিষয়ে এখন পর্যন্ত কিছুই খোলসা করেননি কিয়ারা ও সিদ্ধার্থ। তবে গত ক্রিসমাসে কিয়ারা (Kiara Advani) যখন পলকা ডট ড্রেস পরে সিদ্ধার্থের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন। তখন থেকেই নেটিজেনদের মধ্যে অনুমান শুরু হয়েছিল অভিনেত্রী হয়তো অন্তঃসত্ত্বা। বহু বলিউড অভিনেত্রীই এইভাবে পলকা ডট ড্রেস পরেই প্রেগন্যান্সির খবর জানিয়েছেন। অনুষ্কা শর্মা থেকে শুরু করে বিপাশা বসু, বহু তারকা এমনভাবে জনসমক্ষে এসেছিলেন।